X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিজিবি সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৩

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দেশের স্বার্থ সমুন্নত রাখতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। বর্ডার গার্ড বাংলাদেশ দিবস উপলক্ষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক বাণীতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘বীরত্ব ও ঐতিহ্যে গৌরবমণ্ডিত বর্ডার গার্ড বাংলাদেশের রয়েছে ২২২ বছরের সমৃদ্ধ ইতিহাস। মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফসহ এ বাহিনীর ৮১৭ জন সদস্য জীবন দিয়ে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’ রাষ্ট্রপতি দিবসটি উপলক্ষে জাতির এ সূর্যসন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

আবদুল হামিদ বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি  হানাদার বাহিনী ঢাকার পিলখানায় তৎকালীন ইপিআর সদর দফতর আক্রমণ করে। ইপিআর সদর দফতর থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা ওয়ারলেসযোগে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হয়। মুক্তিযুদ্ধে গৌরবময় অবদানের স্বীকৃতিস্বরূপ এ বাহিনীকে ২০০৮ সালে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। স্বাধীনতা যুদ্ধে তাদের এ অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

তিনি বলেন, ‘দেশের সীমান্তরক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারীশিশু এবং মাদকপাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে যাচ্ছে। দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানেও বিজিবি প্রশংসনীয় ভূমিকা রাখছে। দেশের স্বার্থ সমুন্নত রাখতে বিজিবির সব সদস্য নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করবেন-এটাই সবার প্রত্যাশা।’

রাষ্ট্রপতি ‘বর্ডার গার্ড বাংলাদেশ দিবস ২০১৭’ উপলক্ষে বিজিবি’র সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বর্ডার গার্ড বাংলাদেশ-এর অব্যাহত সাফল্য কামনা করেন।

সূত্র: বাসস

আরও পড়ুন: 

সরকার বিজিবিকে যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলছে: প্রধানমন্ত্রী

এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি