X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আইভী-শামীমের দ্বন্দ্ব সরকারের ভাবমূর্তি নষ্ট করবে না: এলজিইডি মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ১৪:২১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৪:৪৮

শামীম ওসমান ও আইভী, ফাইল ছবি নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভীর মধ্যকার দ্বন্দ্ব ও সংঘর্ষের ঘটনা সরকারের ভাবমূর্তি নষ্ট হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আপনারা যদি নিজেরা মারামারি করেন তাহলে আমরা কী করবো? তাদের সমস্যা ব্যক্তিগত। এ কারণেই এ জটিলতার সৃষ্টি হয়েছে। তবে এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে না।’

বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার দ্বন্দ্ব ব্যক্তিগত নাকি দলীয়-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব। সরকারের কোনও সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে এ ঘটনা ঘটেনি। ফুটপাত তো হকারদের জন্য করা হয়নি। জনগণের স্বাচ্ছন্দ্যে হাঁটার জন্য করা হয়েছে। সেখানে যদি হকাররা বসে সাধারণ মানুষের চলাচলে বাধার সৃষ্টি করে সেক্ষেত্রে মেয়র সেটা উচ্ছেদ করতে গেলে তা আইনসম্মত। তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে আমাকে না জানালে আমি কিছুই বলতে পারবো না।’

তিনি আরও বলেন, ‘হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করাটাকে আমি বেআইনি বলবো না, তবে অমানবিক। ঘটনাটি অপ্যাতাশিত। আমি স্থানীয় ডিসি এবং এসপির কাছে ঘটনার রিপোর্ট চেয়েছি। রিপোর্ট পেলে ব্যবস্থা নেবো। তবে যা করার তা প্রধানমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক করবেন।’

 

 

/এসআই/এসএনএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ