X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

মার্কেট নির্মাণে মূল নকশার ক্ষতি হবে না: ডিএসসিসি

শাহেদ শফিক
২৩ জানুয়ারি ২০১৮, ০২:৩১আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ২০:১২

নিউ মার্কেট (ছবি- উইকিপিডিয়া) ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলেই ঢাকার ঐতিহ্যবাহী নিউ মার্কেট ভবন দোতলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। যদিও মার্কেট ব্যবসায়ী সমিতি বলছে, নিউ মার্কেট একটি ঐতিহ্যবাহী স্থাপনা। এর নকশার ব্যত্যয় ঘটিয়ে কিছু না করতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সিটি করপোরেশন আদালতের সে আদেশ উপেক্ষা করে নিউ মাকেটে দোকান নির্মাণের উদ্যোগ নিয়েছে। তবে ডিএসসিসি দাবি করছে, নিউ মার্কেটের পুনঃনির্মাণে মূল নকশার কোনও ক্ষতি হবে না।
জানতে চাইলে ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসূফ আলী সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিটি করপোরেশন যে উদ্যোগ নিয়েছে, তাতে ঐতিহ্যবাহী নিউ র্মাকেটের মূল ভবনের কোনও ক্ষতি হবে না। আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্টিল স্ট্রাকচারের মাধ্যমে ওই মার্কেটটিকে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন মার্কেটে পরিণত করব। এতে মূল নকশার কোনও ক্ষতি হবে না। ফলে আদালতের আদেশেরও কোনও ব্যত্যয় ঘটছে না। কিন্তু ব্যবসায়ীরা নিজেদের স্বার্থের জন্যই এখন আন্দোলন করছেন। তারা ওই মার্কেটে আর কোনও দোকান চালুর পক্ষে না।’
সিটি করপোরেশন সূত্র জানায়, নিউ মার্কেট করপোরেশনের নিজস্ব সম্পত্তি। বর্তমানে সংস্থাটি অর্থনৈতিক সংকটে রয়েছে। করপোরেশনের কর্মকর্তাদের বেতন-ভাতাও পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে। কিন্তু বিশাল এ মার্কেটটি থেকে ‘যথেষ্ট পরিমাণ’ আয় আসছে না। যে কারণে মার্কেটটির ওপরে স্টিলের স্ট্রাকচারের মাধ্যমে আরও ১২৫টি দোকান নির্মাণ করে রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ নেয় ডিএসসিসি। তাছাড়া এই মার্কেটে দোকান বাড়লে নতুন কর্মসংস্থানের পাশাপাশি ক্রেতারাও প্রতিযোগিতামূলক দামে পণ্য কেনার সুযোগ পাবেন। কিন্তু মার্কেট ব্যবসায়ীরা তা মানতে চাইছেন না। তারা বলছেন, মার্কেটের ছাদে তলায় আরও দোকান নির্মাণ হলে বর্তমান নিউমার্কেট অন্ধকার হয়ে পড়বে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে, ঐতিহ্যবাহী এই মার্কেটে দোকান নির্মাণের উদ্যোগের প্রতিবাদে সোমবার (২২ জানুয়ারি) সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি। তাদের দাবি, নিউ মার্কেট উপমহাদেশের ঐতিহ্যবাহী একটি স্থাপনা। সিটি করপোরেশন এই স্থাপনাকে ধ্বংস করে দিতে চায়। তাছাড়া এক আদেশে হাইকোর্ট বলেছেন, মার্কেটের মূল নকশার বাইরে কিছুই করা যাবে না। মার্কেটের ভেতরে পার্কিং করা যাবে না। কিন্তু করপোরেশন আদালতের সেই নির্দেশ মানছে না।
নিউ মার্কেটের সামনে ব্যবসায়ীদের বিক্ষোভ জানতে চাইলে ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সোমবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিউ মার্কেটের একটি ঐতিহ্য রয়েছে। এটি উপমহাদেশের ঐতিহ্যবাহী স্থাপনা। এতে অনেক খোলামেলা জায়গা রয়েছে। এই নকশায় মানুষ স্বচ্ছন্দ্যবোধ করেন।’ মূল নকশায় ৪২৬টি দোকান থাকলেও বর্তমানে প্রায় সাড়ে ৫০০ দোকান রয়েছে বলে জানান তিনি।
নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির এই নেতা আরও বলেন, ‘সিটি করপোরেশন দোকান বরাদ্দ দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়েছেন। তাছাড়া মার্কেটের গেটে যেন কোনও যানবাহন প্রবেশ করতে না পারে, সে জন্য সামনে পিলার দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছে সিটি করপোরেশন। মার্কেটের দক্ষিণ-পশ্চিম পাশের পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে ময়লার ডাম্পিং স্টেশন নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। আদালতের আদেশ থাকায় সিটি করপোরেশন এমন কাজ করতে পারে না। এর প্রতিবাদে আজ (সোমবার) আমরা ব্যবসায়ীরা বিক্ষোভ করেছি। এজন্য আমরা সিটি করপোরেশনকে আইনি নোটিশ পাঠিয়েছি।’
ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, ‘সিটি করপোরেশন যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে আমাদের আন্দোলন চলবে। আমরা আগামীকাল (মঙ্গলবার) সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে বসব। তিনি যদি সিদ্ধান্ত থেকে সরে না আসেন, তাহলে আমরা আরও কর্মসূচি দেবো।’
ব্যবসায়ীদের দাবি ও আন্দোলন বিষয়ে ডিএসসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসূফ আলী সরদার বলেন, ‘মার্কেটের ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা চাইলে তাদের দাবি-দাওয়া অফিশিয়ালি জানাতে পারতেন। কিন্তু তারা সেটাও করেননি।’
আরও পড়ুন-
নিউ মার্কেট দোতলা করার সিদ্ধান্তের প্রতিবাদে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার