X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

রাজবাড়ী থেকে ভারত যাচ্ছে ওরশ স্পেশাল ট্রেন

রাজবাড়ী প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৪

ভারতের মেদিনীপুর জোড়া মসজিদে ১১৭তম ওরশ শরিফ উপলক্ষে রাজবাড়ী থেকে স্পেশাল ট্রেন ছেড়ে যাবে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় রাজবাড়ী রেল স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে। আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ী এই স্পেশাল ট্রেনের উদ্যোগ নিয়েছে। ২৩টি বগিতে দুই হাজার ১৫৮ জন যাত্রী ওরশে যোগ দেওয়ার উদ্দেশ্যে এই ট্রেনে যাত্রা করবেন।

জানা গেছে, বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এই ওরশ স্পেশাল ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে।

রাজবাড়ী থেকে ভারত যাচ্ছে ওরশ স্পেশাল ট্রেন (ছবি: রাজবাড়ী প্রতিনিধি) আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ী’র সভাপতি ও ওরশ স্পেশাল ট্রেনের নেতা কাজী ইরাদত আলী বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে হযরত আলী আব্দুল কাদের সামশুল কাদের হযরত সৈয়দ শাহ মোরশেদ আলী আল কাদেরী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী (আ.) মশহুর নাম মওলাপাক এর ১১৭ তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ ১৭ ফেব্রুয়ারি শনিবার দিনগত রাতে মেদিনীপুর জোড়া মসজিদে উদযাপিত হবে। মেদিনীপুরের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও একই দিন খানকায়ে কাদেরীয়া বড় মসজিদ রাজবাড়ীতেও ওরশ শরিফ অনুষ্ঠিত হবে। তবে রাজবাড়ী থেকে হাজারো ভক্ত মেদিনীপুরের ওরশেও যোগ দেবেন।’

তিনি আরও জানান, মেদিনীপুর ওরশ স্পেশাল ট্রেনে ১২০৯ জন পুরুষ, ৮৭৭ জন নারী ও ৭২ জন শিশুসহ মোট দুই হাজার ১৫৮ জন ওরশ যাত্রী ভারতে যাবেন। তিনিই এই ট্রেন যাত্রায় নেতৃত্ব দেবেন। ওরশ শরিফ শেষে ১৯ ফেব্রুয়ারি ওরশ স্পেশাল ট্রেনটি রাজবাড়ী ফিরে আসবে।

রাজবাড়ী রেলওয়ের টিএক্সআর (ট্রেন পরীক্ষক) কাজী আব্দুল বারেক জানান, ‘বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ২৩টি বগি নিয়ে ৬৫২৬ বিইডি-৩০ ইঞ্জিন এর স্পেশাল ট্রেনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে ওরশ যাত্রী সেবায় প্রস্তুত করা হয়েছে। ইঞ্জিন ও বগি সম্পূর্ণ প্রস্তুত করে রাখা হয়েছে। এই ট্রেন রাজবাড়ী থেকে সরাসরি ভারতের মেদেনীপুর যাবে।’ রাজবাড়ী থেকে ভারত যাচ্ছে ওরশ স্পেশাল ট্রেন (ছবি: রাজবাড়ী প্রতিনিধি)

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের মাস্টার মো. কামরুজ্জামান বলেন, ‘আঞ্জুমান-ই-কাদেরীয়া, রাজবাড়ীর উদ্যোগে ওরশ স্পেশাল ট্রেনটি ৬ লাখ ৮০ হাজার ৬০ টাকা চুক্তিতে রাজবাড়ী থেকে দর্শনা পর্যন্ত যাবে। ট্রেনটি বৃহস্পতিবার রাত ১০টায় রাজবাড়ী রেল স্টেশন থেকে ছেড়ে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা-যশোর-দর্শনা হয়ে ভারতে পৌঁছাবে।’

রাজবাড়ী রেলওয়ে জিআরপি থানার ওসি মো. সোলেমান হোসেন মোল্লা জানান, ‘ওরশ স্পেশাল ট্রেনটি রাত ১০টায় ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত পোশাক ও সাদা পোশাকে ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে। এছাড়া সারাদিন রেলের ইয়ার্ডে পুলিশ মোতায়েন রয়েছে। রাজবাড়ী রেল স্টেশনের ১, ২, ৩ নং প্ল্যাটফর্মে পুলিশ সদস্যরা যাত্রীদের জানমালের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে। রাজবাড়ী থেকে দর্শনা পর্যন্ত জিআরপি পুলিশ টিম স্পেশাল গার্ডে নিয়োজিত থাকবে।’

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
এমভি আবদুল্লাহর চিফ অফিসার‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ