X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘যারা প্রশ্নফাঁস ঠেকাতে পারেন না তাদের পদত্যাগ করা উচিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৫

জাতীয় সংসদ অধিবেশন (ছবি-ফোকাস বাংলা)

আগেও প্রশ্নফাঁস হয়েছে এটা কোনও যুক্তি হতে পারে না মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু এমপি বলেছেন, ‘দু-একজনের অপকর্মে শেখ হাসিনার সব অর্জন ম্লান হতে পারে না। যারা পারেন না তাদের পদত্যাগ করা উচিত।’

রবিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনাকালে সিনিয়র সংসদ সদস্য আবদুল মতিন খসরু এ কথা বলেন।

শিক্ষামন্ত্রীর নাম উল্লেখ না করে সাবেক আইনমন্ত্রী খসরু বলেন, প্রশ্নফাঁস বন্ধ করতে দরকার হলে আমাদের সাহায্য নেন। সবাইকে ডাকেন। কেন প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা যাবে না। প্রশ্নফাঁস আগে হয়েছে। এখনও হচ্ছে এটা কোনও যুক্তি হতে পারে না। আগে হয়েছে এটা কী কোনও যুক্তি হলো। আগে মানুষ অন্যায় করেছে,চুরি করেছে বলে আমরাও করবো? প্রশ্নপত্র ফাঁস হয়েছে আর কোনোদিন এটা শুনতে চাই না। শেখ হাসিনার এত অর্জনকে দু-একটি অপকর্ম দিয়ে ম্লান করে দেবেন এটা হতে পারে না। যারা পারেন না হি মাস্ট রিজাইন। আওয়ামী লীগে লোকের অভাব নেই। আপনাদের দু-একজনের ব্যর্থতার দায় আওয়ামী লীগ নেবে না। শেখ হাসিনা নেবেন না। আমরা নেবো না।

আমাদের ছেলেরা খুবই মেধাবী উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা মেধাবী প্রজন্ম করতে চাই। আমাদের ভবিষ্যত প্রজন্ম মেধাবী হবে সৎ হবে এটা আমরা চাই। হতাশ হওয়ার কিছু নেই। আমাদের এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত। আমরা এগিয়ে যাবোই। বাংলাদেশকে পিছিয়ে ফিরে তাকাতে হবে না। তারুণ্যকে কীভাবে কাজে লাগাতে পারি সকলে বসে তার সিদ্ধান্ত নিতে হবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জেল প্রসঙ্গে খসরু বলেন,‘আজকে বাংলাদেশে দুর্নীতি করে অহঙ্কার করা হয়। বিএনপি নেত্রী খালেদা জিয়ার দুর্নীতির প্রমাণ হয়েছে। তিনি এতিমের টাকা মেরে খেয়েছেন। লজ্জা হয় না! আবার বড় বড় কথা বলে। এখানে শেখ হাসিনার কোনও হাত নেই। কোর্ট তাকে শাস্তি দিয়েছে। এতে তারা চিৎকার করছে। আদালত স্বাধীন। সেখানে তো আমাদের কোনও হাত নেই।’

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
শ্রমিকরাই অর্থনীতির চাকা সচল রাখে: স্পিকার
শ্রমিকরাই অর্থনীতির চাকা সচল রাখে: স্পিকার
নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী
নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে