X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘আল্লাহর শুকরিয়া, আমার ভাই রুবায়েত বেঁচে ফিরেছে’

তাসকিনা ইয়াসমিন
১৭ মার্চ ২০১৮, ২১:২৩আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৩:৫৯

ঢামেক হাসপাতালে আহত রুবায়েত (ছবি- সাজ্জাদ হোসেন) নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শেখ রাশেদ রুবায়েতের বোন ডা. ফারজানা শারমীন বলেছেন, তার ভাই বেঁচে ফেরায় আল্লাহর প্রতি তাদের কৃতজ্ঞতার শেষ নেই।
শনিবার (১৭ মার্চ) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি বিভাগের এই চিকিৎসক বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া, আমার ভাই বেঁচে ফিরেছে।’
এদিনই বেলা ৪টার দিকে রুবায়েতকে নিয়ে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগে বেলা ৩টা ৫ মিনিটে রুবায়েতকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-০৭২ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ডা. শারমীন বলেন, ‘ও (রুবায়েত) প্লেনের মধ্যেই ছিল যখন আগুন নেভানোর জন্য ফোম স্প্রে করে তখন সে অনুভব করতে পারছিল। পরে প্লেনের ছাদ কেটে উদ্ধারকারী দল তাকে বের করে আনে। ও প্লেনের মাঝামাঝি পাখা বরাবর ছিল।’
তিনি বলেন, “টিভিতে আমরা দেখি যে নেপালের কাঠমাণ্ডুতে ইউএস-বাংলার প্লেন বিধ্বস্ত হয়েছে। আমরা তো জানতাম সে (রুবায়েত) ইউএস-বাংলায় নেপাল গেছে। মা খালেদা শারমীন খুব দুশ্চিন্তা করছিলেন। আমাদের বাবা ছোটবেলায় মারা গেছেন। দুই বোনের একমাত্র ভাই। সে নেপালের কেএমসি হাসপাতালের চিকিৎসকের নম্বর নিয়ে আমাদের ফোন করে জানায় যে, ‘আমি ভালো আছি।’”
ডা. শারমীন বলেন,‘বিকাল ৪টার দিকে ফোন করেছে রুবায়েত। আমি সন্ধ্যায় ওই নম্বরে ফোন ব্যাক করে জানতে পারি যে, নম্বরটি কেএমসির এক ডাক্তারের। তার মাধ্যমেই জানতে পারি রুবায়েত আইসিইউতে আছে। পরদিন সকালে ইউএস-বাংলা পরিবারের সদস্যদের প্লেনে করে নিয়ে যায় তখন আমি সেই টিমে যাই। খুবই অর্গানাইজড ছিল সব কিছু। ইউএস-বাংলা, বাংলাদেশ দূতাবাসের সবাই খুব হেল্প করেছে। তারা এত হেল্প করেছে এটা না বললে আল্লাহ নারাজ হবেন।’
তিনি বলেন, ‘তখন আমি শুধু ভাইয়ের কাছে পৌঁছাতে চেয়েছি। সবাই সবাইকে সাহায্য করেছে। ওরাই আমাকে ভাইয়ের কাছে নিয়ে গেছে। বলতেই হবে সবাই খুবই কো-অপারেট করেছে। নেপালের ডাক্তাররা যে এত ভালো, মানুষ হিসেবে, ডাক্তার হিসেবে, ওদের কথা না বললে অন্যায় হবে।’
তিনি জানান, রুবায়েত অফিসের কনফারেন্সে যোগ দিতে গিয়েছিল।
ডা. শারমীনবলেন, ‘ও ভালো আছে। আলহামদুলিল্লাহ। লাংস ফেটে ব্লিডিং হয়েছিল। এখন কন্ডিশন ইমপ্রুভ করেছে। শরীরে সফট ইনজুরি আছে। মাথায়, কপালে পায়ে মাসল ইনচুরি আছে। আজ চিকিৎসকরা ওকে দেখেছে। কাল সকালে বোর্ড বসে ওর ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত নেবে।’
উল্লেখ্য, গত সোমবার (১২ মার্চ) নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সে উড়োজাহাজ দুর্ঘটনায় ৫১ যাত্রী নিহত হন। এর মধ্যে ২৬ জন বাংলাদেশি। আহত ১০ জনের মধ্যে চার জনকে এর আগে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা