X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শাহীন ব্যাপারীর জন্য দোয়া চাইলেন বন্ধু সুনীল

তাসকিনা ইয়াসমিন
২৩ মার্চ ২০১৮, ১৭:২২আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৯:০৯





শাহীন ব্যাপারী নেপালে বিমান দুর্ঘটনায় আহত শাহীন ব্যাপারীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন বন্ধু সুনীল চন্দ্র সরকার। দুই বন্ধুর দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক।




শুক্রবার (২২ মার্চ) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে বন্ধুর সঙ্গে দেখা করতে আসেন সুনীল চন্দ্র সরকার। দেখা পাননি। তবে বন্ধুর মায়ের সঙ্গে কথা বলে তার জন্য শুভ কামনা জানান। দেশবাসীর কাছে দোয়া চান।
সুনীল চন্দ্র সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার সঙ্গে ওর (শাহীন) সম্পর্ক বহুদিনের। ও খুব ঘুরে বেড়াতে পছন্দ করে। নেপালেও বেড়াতে গিয়েছিল। সেখানেই সে প্লেন দুর্ঘটনায় পড়লো। আমি বন্ধুর জন্য দেশবাসীর কাছে দোয়া চাই, যেন ও তাড়াতাড়ি সেরে ওঠে।’
তিনি বলেন, ‘এখন যে (শাহীন) বেঁচে আছে, এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া।’
বন্ধুর সঙ্গে দেখা না হলেও হাসপাতালে প্রায় একঘণ্টা সময় কাটান সুনীল চন্দ্র সরকার।
শাহীন ব্যাপারীর মা জাহানারা এ সময় বলেন, ‘তোমাদের দোয়ায় আল্লাহ আমার ছেলেকে ভালো রেখেছেন। ওকে দেখতে পেলে না, কিন্তু ওর জন্য দোয়া করো। তোমাদের দোয়ায় আমার ছেলে ভালো হয়ে উঠবে।’

এর আগে শাহীন ব্যাপারীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের ওয়ার্ড বয় ও ক্লিনাররা খারাপ ব্যবহার করছে। এ ব্যাপারে জাহানারার কাছে জানতে চাইলে বলেন, ‘আমি সেগুলো তেমন বুঝি না। এখন ভালো ব্যবহার করে।’

গত ১২ মার্চ নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় আহত দশ বাংলাদেশির মধ্যে শাহীন ব্যাপারীকে গত রবিবার (১৮ মার্চ) ঢাকায় আনা হয়। এরপর থেকে বার্ন ইউনিটে তিনি চিকিৎসাধীন আছেন। এছাড়া বিমান দুর্ঘটনায় আহত আরও ছয়জন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

গত বুধবার (২১ মার্চ) শাহীন ব্যাপারী ও শেহরিন আহমেদের অস্ত্রোপচার হয়েছে। এরপর শাহীন ব্যাপারীর অবস্থা সংকটাপন্ন হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। এখনও তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। শাহীন ব্যাপারীসহ সাতজনের জন্য গঠিত ১৪ সদস্যের মেডিক্যাল বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ