X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বিমান’র টিকিটে ২০ শতাংশ ছাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৮, ২১:১০আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ২১:১২

বিমান বাংলাদেশ ৬টি আন্তর্জাতিক রুটের টিকিট মূল্যে ২০ শতাংশ ছাড় দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১৯ থেকে ২১ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠেয় ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলায় বিমান এ ছাড় দেবে। এছাড়া, মেলা চলাকালীন বিমান’র স্টল থেকে অভ্যন্তরীণ রুটে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। সোমবার (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এয়ারলাইন্সটি।

এতে জানানো হয়, দেশি-বিদেশি পর্যটকদের উৎসাহিত করতে ঢাকা থেকে ব্যাংকক, সিঙ্গাপুর, ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কলকাতা ও কাঠমান্ডু রুটে ইকোনমি ক্লাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০ শতাংশ ছাড় দেবে। মেলায় বিমান’র স্টল থেকে ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন ভাড়া ১৭ হাজার ৬৩১ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ২২ হাজার ৫৩৫ টাকা, ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা ২৪ হাজার ৩১৮ টাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ২০ হাজার ৪৬৯ টাকা, ঢাকা-কলকাতা-ঢাকা ৯ হাজার ৯১৯ টাকা এবং ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ১৫ হাজার ২০১  টাকা এবং চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম ১০ হাজার ৫৮১ টাকায় টিকিট কেনা যাবে। টিকিট কেনার জন্য পাসপোর্টের ফটোকপি সঙ্গে আনতে হবে।

মেলা চলাকালীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টল থেকে আন্তর্জাতিক অন্যান্য রুটে ৭ শতাংশ এবং অভ্যন্তরীণ রুটে ১০ শতাংশ  ছাড়ে টিকিট কেনা যাবে। মেলা পরিদর্শনে আসা দর্শনার্থীদের জন্য প্রবেশ টিকিটে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে সৌজন্য টিকিটের ব্যবস্থা থাকবে যেখানে পুরস্কার হিসেবে থাকছে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে কাপল রিটার্ন টিকিট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্টল থেকে সব ধরনের ক্রেডিট কার্ডসহ নগদ মূল্যে টিকিট ক্রয় করা যাবে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের এই মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন  (টোয়াব) আয়োজিত এই আন্তর্জাতিক পর্যটন মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

 

/সিএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
দামুড়হুদায় এক কেন্দ্রে তিন ঘণ্টায় পড়লো ৩৭ ভোট
দামুড়হুদায় এক কেন্দ্রে তিন ঘণ্টায় পড়লো ৩৭ ভোট
প্রথম দুই ঘণ্টায় গড়ে ৭-৮ শতাংশ ভোট পড়েছে, ধারণা ইসির
উপজেলা ভোটপ্রথম দুই ঘণ্টায় গড়ে ৭-৮ শতাংশ ভোট পড়েছে, ধারণা ইসির
পাংশায় ভোটকেন্দ্র ফাঁকা, এক কেন্দ্রে প্রথম ঘণ্টায় ৫৯ ভোট
পাংশায় ভোটকেন্দ্র ফাঁকা, এক কেন্দ্রে প্রথম ঘণ্টায় ৫৯ ভোট
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা