X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সংকট ইস্যুতে নিরাপত্তা পরিষদের আরও সম্পৃক্ততা চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৮, ২২:২৮আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ২২:৩০

রোহিঙ্গা (ছবি: ফোকাস বাংলা) রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরও সম্পৃক্ততা চায় বাংলাদেশ। এই লক্ষ্যে নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের বাংলাদেশ ও মিয়ানমার সফরকে স্বাগত জানায় বাংলাদেশ। কারণ এর ফলে মাঠ-পর্যায়ে রোহিঙ্গা সংকটের বিষয়টি আরও ভালোভাবে অনুধাবন করতে সক্ষম হবে পৃথিবীর বড় শক্তিগুলো। এ বিষয়ে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘নিরাপত্তা পরিষদ বিভিন্ন সূত্র থেকে রোহিঙ্গা বিষয়ে তথ্য পেয়ে থাকে। এই সফরের মধ্যে দিয়ে তারা এর প্রকৃত চিত্র সম্পর্কে আরও ভালো ধারণা পাবে।’

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল আগামী ২৯ ও ৩০ এপ্রিল বাংলাদেশ সফর করবে। এখান থেকে তারা মিয়ানমারে যাবেন।

ওই কর্মকর্তা বলেন, ‘আমরা আশা করছি, প্রতিনিধি দল ফেরত যেয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা করে একটি রেজ্যুলেশন গ্রহণ করবে।’

প্রতিনিধি দল কী বিষয়ে বেশি জানতে আগ্রহী, জানতে চাইলে সরকারের এই কর্মকর্তা বলেন, ‘আমরা যতদূর জানতে পেরেছি, তারা যৌন নির্যাতন, আগামী বর্ষা মৌসুমে রোহিঙ্গারা কীভাবে মোকাবিলা করবে, এসব বিষয় তারা জানতে চায়।’

প্রতিনিধি দলে কারা থাকতে পারে, জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘১৫টি সদস্য দেশের স্থায়ী প্রতিনিধিরা যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আমরা আশা করছি তারা সবাই যাবেন।’

প্রসঙ্গত, গত বছরের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশ পালিয়ে আসতে থাকলে বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে আলোচিত হয়। নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা বিষয়টি একাধিকবার আলোচনা হয়েছে।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১১ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। এরমধ্যে প্রায় সাত লাখ রোহিঙ্গা গত বছরের ২৫ আগস্টের পর বাংলাদেশে পালিয়ে এসেছে।

 

/এসএসজেড/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশ চায় জাতীয় মানবাধিকার কমিশন
পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশ চায় জাতীয় মানবাধিকার কমিশন
তীব্র গরমে ক্রেতা সংকট, বন্ধ ফুটপাতের বেশিরভাগ দোকান
তীব্র গরমে ক্রেতা সংকট, বন্ধ ফুটপাতের বেশিরভাগ দোকান
অর্থনৈতিক সংকট মোকাবিলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ: সালমান এফ রহমান
অর্থনৈতিক সংকট মোকাবিলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ: সালমান এফ রহমান
‘কলা চুরি’ নিয়ে বিতর্কের জেরে স্কুলছাত্রকে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
‘কলা চুরি’ নিয়ে বিতর্কের জেরে স্কুলছাত্রকে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
চাকরি স্থায়ীর দাবিতে বিটিসিএল কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’
চাকরি স্থায়ীর দাবিতে বিটিসিএল কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’