X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পাটজাত পলিথিন বাজারজাতকরণে টাস্কফোর্স গঠনের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৮, ২৩:৪৫আপডেট : ১৪ মে ২০১৮, ২৩:৪৮

সংসদীয় কমিটির বৈঠক পাটজাত পলিথিন ‘সোনালী ব্যাগ` বাণিজিকভাবে বাজারজাতকরণের লক্ষ্যে টাস্কফোর্স গঠনের সুপারিশ করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। একইসঙ্গে মেধাস্বত্বের আলোকে পাটজাত পলিব্যাগের মালিকানা স্বত্ব যাতে বাংলাদেশের থাকে সে লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।

সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, ফাহমী গোলন্দাজ বাবেল, কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সাবিনা আক্তার তুহিন অংশগ্রহণ করেন।

বৈঠকে জানানো হয়, পলিথিনের বিকল্প হিসাবে পচনশীল পলিব্যাগ উৎপাদনের লক্ষ্যে পাইলট প্রোডাকশন বর্তমানে চলমান রয়েছে এবং প্রতিদিন প্রায় ৩ হাজার পিস ব্যাগ উৎপাদন করা সম্ভব হচ্ছে। এছাড়া ভবিষ্যতে প্রতিদিন ৫ লাখ পিস ‘সোনালী ব্যাগ’ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটা সম্ভব হলে প্রশাসনিক ব্যয় এবং মেশিনের অবচয় মূল্য ইউনিট প্রতি কমে যাবে এবং ব্যাগের বাজার মূল্য ৭/৮টাকায় নির্ধারণ করা সম্ভব হবে।

বৈঠকে পাটচাষিদের প্রত্যাশা অনুযায়ী সারাদেশের পাট চাষিদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির কাজ দ্রুত সম্পন্ন করার এবং পাটচাষিদের কল্যাণার্থে পাট অধিদফতর তথা সরকারের কাছে সার্বিক বিষয়ে পাটচাষিদের প্রত্যাশা সম্পর্কে একটি স্টাডি রিপোর্ট তৈরি করার সুপারিশ করা হয়।

বৈঠকে জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টার (জেপিডিসি)বহুমুখী পাটপণ্যের উৎপাদন, ব্যবহার ও সম্প্রসারণের লক্ষ্যে (JDPC) ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে বলে উল্লেখ করা হয়।

 

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা