X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন কর্মকর্তা নাজিম ‘হত্যাকারীদের’ শাস্তির দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৮, ১৭:৪৩আপডেট : ২১ মে ২০১৮, ১৮:০৩

নাজিম উদ্দিনের ‘হত্যাকারীদের’ শাস্তির দাবিতে মানববন্ধন  সড়ক দুর্ঘটনায় নিহত ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ নাজিম উদ্দিনের ‘হত্যাকারীদের’ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন লালমোহন ফাউন্ডেশন ঢাকা, ঢাকাস্থ তজুমদ্দিন থানা ছাত্রকল্যাণ সংসদ, বদ্বীপ ফোরাম, ঢাকাস্থ লালমোহন থানা ছাত্রছাত্রী কল্যাণ সমিতি ও ঢাকা ট্রিবিউনের কর্মকর্তারা। সোমবার (২১ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দোষীদের বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের আইনে মানুষ খুন করে ড্রাইভারের শাস্তি হয় সাত বছরের জেল। আজ পর্যন্ত কয়টি সড়ক দুর্ঘটনার বিচার হয়েছে আমরা জানতে চাই। প্রধানমন্ত্রীর উদ্দেশে বক্তারা বলেন, আপনি সমুদ্র জয় করেছেন, মহাকাশ জয় করেছেন, দয়া করে মহাসড়ক জয় করুন। নাজিম উদ্দিনকে হারিয়ে আমরা স্তব্ধ। মাত্র ৩ দিন আগে তার কন্যাসন্তান পৃথিবীতে আসে। তার স্ত্রী এখনও অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন। কন্যাকে দেখে কর্মস্থলে যাওয়ার পথে দুই বাসের রেষারেষির জের ধরে তিনি নিহত হন। আমাদের দেশে ড্রাইভারদের প্রশিক্ষণ দেওয়া খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। নাজিমের প্রাণ কেড়ে নেওয়া বাস ড্রাইভারের বিচার চাই আমরা।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, ‘নাজিম উদ্দিন একজন সমাজকর্মী ছিলেন। এই অল্প বয়সেই তার প্রাণ চলে গেল। কন্যাশিশুকে হাসপাতালে রেখে কর্মস্থলে যাওয়ার পথে শ্রাবণ এবং মঞ্জিল দুটি পরিবহনের রেষারেষিতে প্রাণ হারায় নাজিম।’ তিনি আরও বলেন, ‘আজ ঢাকার ভেতর সড়ক দুর্ঘটনা অহরহ হলেও হাইওয়েতে দুর্ঘটনা কমেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইওয়ে চার লেন করায় এই দুর্ঘটনা কমে এসেছে। একজন হেলপার আর ড্রাইভারের অজ্ঞতার কারণেই দুর্ঘটনা ঘটে। সংসদে আগামী বাজেট অধিবেশনে আমি এই বিষয়গুলো উত্থাপন করবো। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য শক্ত কঠিন আইন প্রণয়নের দাবি জানাবো। পাশাপাশি আমাদের নিজেদেরও সতর্ক হতে হবে। নাজিমের মাথায় হেলমেট ছিল। তারপরও তার প্রাণ গেলো। আমি এখান থেকে নাজিমের স্ত্রীকে হাসপাতালে দেখতে যাবো। কী মুখ নিয়ে যাবো? আমরা তাকে বিচার এনে দিতে পারি, ক্ষতিপূরণ আদায় করে দিতে পারি, কিন্তু নাজিমকে তো আর ফিরিয়ে আনতে পারবো না। আমি দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

নাজিম উদ্দিনের শ্বশুর আরিফ হোসেন বলেন, ‘মৃত্যুর চারদিন আগে তার কন্যাসন্তানের জন্ম হয়। আমার মেয়ে এখনও অসুস্থ হাসপাতালে। নবজাতক বাবার ছায়া পেলো না। আমি এর বিচার চাই।’

/এসও/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ