X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

দেশের গণতন্ত্র সুরক্ষিত: শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৮, ১৪:০২আপডেট : ১৬ জুন ২০১৮, ১৪:০৬



শেখ হাসিনা

দেশের আনন্দ আজ  সুরক্ষিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বাংলাদেশ আজ  স্বাধীন, আমরা আজকে অর্থনৈতিকভাবে শক্তিশালী। বাংলাদেশের গণতন্ত্র আজকে সুরক্ষিত। দেশের জনগণের মৌলিক অধিকারগুলো আমরা নিশ্চিত করেছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।’

শনিবার (১৬ জুন) দুপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা-কর্মী এবং বিচারক ও কূটনীতিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যেন বিশ্ব সভায় মাথা উঁচু করে চলতে পারি, তা-ই আমরা চাই। সেভাবেই আমরা এ দেশকে গড়ে তুলছি এবং দেশ সেভাবেই এগিয়ে যাবে। বাধা-বিঘ্ন অনেক কিছুই আমাদের অতিক্রম করতে হয়েছে এবং অতিক্রম করতে হবে। তা খুবই স্বাভাবিক। তারপরও যে কোনও দুর্যোগ আসলে, তা মোকাবিলা করার ক্ষমতা আমাদের রয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘এক মাস সিয়াম সাধনার পর ঈদ সবার জীবনে অনাবিল আনন্দ নিয়ে এসেছে। আমি চাই, বাংলাদেশের মানুষ এ আনন্দঘন পরিবেশে সারাজীবন বসবাস করবে এবং সুন্দরভাবে থাকবে, এটাই আমার কামনা।’

তিনি বলেন, ‘বাংলাদেশ আজকে অর্থনৈতিকভাবে উন্নত হয়েছে। দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, জীবনমান উন্নত হয়েছে। শিক্ষার হার ও গড় আয়ু বেড়েছে। দেশ এগিয়ে যাচ্ছে। আমরা এখন উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। আমাদের এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে যে উন্নয়নের ধারা সূচিত হয়েছে, তা যেন অব্যাহত থাকে। আমরা ২০৪১ সালে দক্ষিণ এশিয়ার মধ্যে উন্নত দেশে প্রতিষ্ঠা লাভ করবো, ইনশাআল্লাহ। ২০২১ সালে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবো ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত দেশ হিসেবে।’

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ২০২০ সালে আমরা পালন করবো। তিনি আমাদের একটি জাতি হিসাবে আত্মপরিচয় দিয়েছেন। একটি দেশ দিয়েছেন। কাজেই তার জন্মশতবার্ষিকীও দেশবাসী পালন করবে। সেটাই আমরা চাই।’

তিনি বলেন, ‘ঈদের আনন্দ ঘরে ঘরে পৌঁছাক এবং সবাই অনাবিল আনন্দ নিয়ে ঈদ উৎসব করুক।’

/পিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া