X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘তথ্য অধিকার আইনে তথ্য পাওয়া যাবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২০

মোতাহার হোসেন সাজু ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু বলেন, ‘ডিজিটাল অ্যাক্ট-২০১৮ আইনটির কিছু ধারা নিয়ে আগে থেকে একটা আতঙ্ক ছিল। আর এ কারণেই সামান্য কিছু জটিলতাও সৃষ্টি হয়েছে। অপরদিকে তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক কিনা তা নিয়েও কথা উঠেছে। মূলত যে সমস্ত তথ্য সহজে পাওয়া যেতো না, সেটা প্রাপ্তির যে অবারিত সুযোগ তা এনে দিয়েছে তথ্য অধিকার আইন। এই মাধ্যমে যদি না পান, তাহলে চাইলে তিনি হাইকোর্ট পর্যন্ত যেতে পারবেন। এটার সুযোগ কিন্তু রয়েছে। আবার এই আইনকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়েছে। অন্য আইনে যা কিছুই বলা থাকুক না কেন, তথ্য অধিকার আইনে তথ্য পাওয়া যাবে।’

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের উদ্যোগে আয়োজিত ‘ডিজিটাল নিরাপত্তায় অনিরাপদ সাংবাদিকতা?’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন।

মোতাহার হোসেন সাজু বলেন, ‘তবে আইনটি যেহেতু পাস হয়েছে, এখন দেখার অপেক্ষায় এর অপপ্রয়োগ হয় কিনা। এটা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হচ্ছে, ততক্ষণ বলা যাচ্ছে না এটার কতটুকু প্রয়োগ ও অপ্রপ্রয়োগ হয়। সামনের দিনগুলোতে বাস্তবেই সেটা বোঝা যাবে।’

মোতাহার হোসেন সাজু আরও বলেন, ‘আবার অপপ্রয়োগ হলেও সেটার প্রতিকারের ব্যবস্থাও আছে। এই আইনের সেকশন ৫৯ এ অসুবিধা সমাধানে একটা সিস্টেম আছে। যদি কোনও অস্পষ্টতা ও কোনও অসুবিধা তৈরি হয়, তাহলে সেটা সংশোধন করার জন্য একটা সুযোগ রয়েছে। রুলস সৃষ্টি করে সেগুলো ঠিক করার পথ রয়েছে।’

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ তা সরাসরি সম্প্রচার করা হয়। মাহমুদুল হকের সঞ্চালনায় বৈঠকিতে অংশ নেন অনলাইন নিউজ পোর্টাল সারা বাংলা এবং গাজী টিভির এডিটর ইন চিফ ইশতিয়াক রেজা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার,ডিবিসি’র সম্পাদক ও সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

বৈঠকির আরও খবর:

 

‘মূল বিষয় হলো অপপ্রয়োগ’

‘দুর্নীতি প্রকাশ না হলে প্রধানমন্ত্রী জানবেন কীভাবে?’

 

‘শুধু সাংবাদিকদের জন্য নয়, গবেষকদের জন্যও আইনটি বাধা হয়ে দাঁড়িয়েছে’

‘ডিজিটাল নিরাপত্তায় অনিরাপদ সাংবাদিকতা?’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

 

/আরএআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
আবারও জীবিত দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস
আবারও জীবিত দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই