X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের প্রথম দলকে ফেরত পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৮, ১৯:২৫আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ২১:২৪


পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী (ফাইল ছবি)

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানিয়েছেন, রোহিঙ্গাদের প্রথম দলকে মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ। এ বিষয়ে আলোচনার জন্য মিয়ানমারের একটি প্রতিনিধিদল এ মাসের শেষদিকে ঢাকায় আসবেন।
সোমবার (১৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।   
প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর উপলক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে করা এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মিয়ানমারের কাছে ৮ হাজার জনের ( রোহিঙ্গা) একটি তালিকা দিয়েছিলাম। মিয়ানমার সরকার যাচাই বাছাই করে তাদের ক্লিয়ার করেছে (দেশটির অধিবাসী হিসেবে শনাক্ত করেছে)। এ বিষয়ে তাদের গত মাসে আমি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, মিয়ানমারের ইউনিয়নমন্ত্রী টিন্ট সোয়ে এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেজের সঙ্গে বৈঠকে বসেছিলাম। সেখানে চীনের পক্ষ থেকে জানানো হয় তারা এক হাজার বাড়ি তৈরি করে দেবে। আমি বলেছি , আমরা প্রথম ব্যাচ যেটি পাঠানোর চেষ্টা করছি তারা যে গ্রামের লোক সেই গ্রামে বাড়ি তৈরি করলে ভালো হয়। আমি মিয়ানমারকে প্রথম থেকেই বলে আসছি রোহিঙ্গারা ফেরত গেলে থাকবে কোথায়? তারা এখন সেটি বুঝতে পেরেছে। এখন দেখা যাক। ’
মন্ত্রী আরও জানান, ‘যে ৮ হাজার লোককে মিয়ানমার শনাক্ত করেছে তারা কোন গ্রামের অধিবাসী সেটিও আমরা খুঁজে বের করেছি।’

টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড় দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। টেকনাফের দিকে যাচ্ছেন এক রোহিঙ্গা বৃদ্ধা। হারিয়াখালী এলাকা থেকে তোলা। (ফাইল ছবি: বাংলা ট্রিবিউন
প্রথম ব্যাচে ৮ হাজার যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৮ হাজার তারা ক্লিয়ার করেছে। এরমধ্যে যদি আরও কিছু হয় তারাও যাবে।’
তবে কবে প্রথম ব্যাচের রোহিঙ্গারা যাবে এ বিষয়ে তিনি কোনও কিছু বলেননি।

উখিয়ার বালুখালী এলাকায় রোহিঙ্গাদের অস্থায়ী বসতি। ছবি: বাংলা ট্রিবিউন
উল্লেখ্য, মিয়ানমারের সামরিক বাহিনীর দ্বারা নির্যাতিত হয়ে ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। মানবিক কারণে তাদের আশ্রয় দিলেও এসব রোহিঙ্গাকে দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি বাংলাদেশ আহ্বান জানায় এবং জাতিসংঘসহ বিভিন্ন ফোরামের মাধ্যমে দেশটিকে এ ব্যাপারে চাপ দিতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানায়। আন্তর্জাতিক চাপের কারণে মিয়ানমার যাচাই বাছাইয়ের মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হওয়ার পর ২০১৭ সালের ২৩ নভেম্বর দুই দেশ একটি অ্যারেঞ্জমেন্ট-এ স্বাক্ষর করে। এরপর বাংলাদেশের পাঠানো প্রথম তালিকা যাচাই-বাছাই শেষে মিয়ানমার ৮ হাজার রোহিঙ্গাকে তাদের দেশের অধিবাসী হিসেবে শনাক্ত করেছে।     

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ কার্যক্রমের তদন্ত চায় মানবাধিকার কমিশন
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ কার্যক্রমের তদন্ত চায় মানবাধিকার কমিশন
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
শ্রমিকরাই অর্থনীতির চাকা সচল রাখে: স্পিকার
শ্রমিকরাই অর্থনীতির চাকা সচল রাখে: স্পিকার
নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী
নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে