X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ভোটগ্রহণকারী কর্মকর্তার তালিকা তৈরিতে ইসির নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৮, ১৯:৪৫আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৯:৪৮

নির্বাচন ভবন নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তার প্যানেল তৈরি করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন উপ-সচিব আতাউর রহমান স্বাক্ষরিত এই চিঠি বুধবার জেলা নির্বাচন অফিসারের কাছে পাঠানো হয়েছে।

এ চিঠিতে নির্বাচনে প্রিজাইডিং অফিসার, সহকারী, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগের শর্তাসহ ১০ দফা প্রস্তাবনা দেওয়া হয়। এতে কোন প্রার্থীর অধীনে চাকরিতে নিয়োজিত ছিলেন বা আছেন এমন ব্যক্তিবর্গ এবং কারও নিরপেক্ষতা নিয়ে সন্দেহ থাকলে তাকে প্যানেলে অন্তর্ভুক্ত না করতে বলা হয়েছে। এছাড়া প্রজাতন্ত্রে চতুর্থ শ্রেণির কর্মচারীদের (১৭-২০ গ্রেড) ভোটগ্রহণকারী কর্মকর্তার দায়িত্ব না দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের যোগ্যতা ও শর্ত উল্লেখ করা হয়েছে চিঠিতে। এতে প্রিজাইডিং অফিসার নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি ও ক্ষেত্র বিশেষ দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক, কলেজ/মাদ্রাসার শিক্ষক বা কর্মকর্তা থেকে প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া যাবে। প্রয়োজন হলে বেসরকারি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ও নির্ভরযোগ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা থেকে প্রিজাইডিং অফিসারের প্যানেল করা যাবে।

সহকারী প্রিজাইডিং অফিসার

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা, সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক/ সিনিয়র শিক্ষক, কলেজ/মাদ্রাসার ডেমনস্ট্রেটর বা কর্মকর্তা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া যাবে।

পোলিং অফিসার

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের কর্মচারী, সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত  কলেজ/মাদ্রাসার কর্মচারী, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক/কর্মচারী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে পোলিং অফিসার নিয়োগ দেওয়া যাবে। প্রয়োজন হলে বেসরকারি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ও নির্ভরযোগ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারী থেকে পোলিং অফিসারের প্যানেল করা যাবে।

এতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর বিধান অনুসারে কোনও প্রার্থীর অধীনে কোনও সময় চাকরিতে সরাসরি নিয়োজিত ছিলেন বা আছেন এমন ব্যক্তিকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। এছাড়া যেসব কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের নিরপেক্ষতার সন্দেহ রয়েছে, তাদেরও প্যানেলভুক্ত করা যাবে না।

বলা হয়, প্যানেল তৈরির সময়ে কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের কর্মদক্ষতা, সততা, সাহস ও নিরপেক্ষতার দিকে অবশ্যই নজর রাখতে হবে। চিঠিতে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও সরকারি অনুদানপ্রাপ্ত অফিস, প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানদের কাছ থেকে তালিকা সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্যানেল তৈরির সময় ভোটগ্রহণে যতসংখ্যক কর্মকর্তা/কর্মচারীর প্রয়োজন পড়বে তার থেকে ১০ শতাংশ বেশি রাখতে বলা হয়েছে।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফেসবুক স্টোরিতে লালনের গান, আটক ব্যক্তির জামিন
ফেসবুক স্টোরিতে লালনের গান, আটক ব্যক্তির জামিন
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ