X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শহীদের রক্তমাখা লাশের ওপর দণ্ডায়মান লাল-সবুজের পতাকার গ্রাফিতি

সিরাজুল ইসলাম রুবেল, ঢাবি
১৫ ডিসেম্বর ২০১৮, ২৩:৪৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২৩:৫৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁকা গ্রাফিতি

৩০ লাখ শহীদের ‘রক্তমাখা লাশের ওপর দণ্ডায়মান’ বাংলাদেশের লাল সবুজ পতাকা--মহান মুক্তিযুদ্ধের বিষয়কে ধারণ করে এমন একটি গ্রাফিতি আঁকা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এতে ফুটে ওঠেছে মহান মুক্তিযুদ্ধে শহীদদের অবদান এবং বাংলার অপরূপ সৌন্দর্যের চিত্র। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে গতকাল শুক্রবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ছাত্র-শিক্ষক কেন্দ্রের চলচ্চিত্র সংসদের দেয়ালে এ গ্রাফিতি অঙ্কন করা হয়।

গ্রাফিতিতে দেখা যাচ্ছে, ৩০ লাখ শহীদের রক্তমাখা লাশের ওপর দাঁড়িয়ে আছে আমাদের জাতীয় পতাকা। পতাকার লাল অংশ মনে করিয়ে দিচ্ছে আমাদের শহীদের বুকের তাজা রক্তের কথা। পতাকার বাকি অংশ জুড়ে রয়েছে বাংলার প্রাকৃতিক দৃশ্য, যা সবুজ রঙে ভরে আছে। এই দুটি রঙই আমাদের চেতনার রঙ। পাশে মুক্ত বাংলার আকাশে স্বাধীনভাবে শান্তির পায়রা উড়ছে। হলুদ রঙের ভোরের সূর্যটাও বলে দিচ্ছে বাংলার স্বাধীনতার কথা। গ্রাফিতিতে ফুটে উঠেছে শহীদের অবদানের কথা। এই গ্রাফিতিটি অঙ্কন করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী মাজহারুল ইসলাম মাহি।

এ বিষয়ে জানতে চাইলে চারুকলা অনুষদের মাজহারুল ইসলাম মাহি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেসব মহান ব্যক্তিরা শহীদ হয়েছেন । সেসব ত্রিশ লাখ শহীদের লাশের পাহাড়ের ওপরে আমাদের লাল-সবুজের পতাকা উত্তোলিত হয়েছে। স্বাধীনতার সূর্যটাও শহীদদের লাশের ওপর দিয়ে উদিত হয়েছে। এই গ্রাফিতিতে সেসব মুহূর্ত তুলে ধরা হয়েছে। যা থেকে আমরা অতীতকে স্মরণ করে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবো।’  

তিনি আরও বলেন, ‘বিজয়ের মাস এলেই আমরা শহীদদের স্মরণে এধরনের গ্রাফিতি অঙ্কন করি। গত বছরও এধরনের একটি গ্রাফিতি আঁকা হয়েছিল। সেটাতেও শহীদের আত্মত্যাগের অবদান তুলে ধরা হয়েছিল।’ 

গ্রাফিতির বিষয়ে চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক পিটার জেভিয়ার রোজারিও বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্মৃতির বিজয়টাকে স্মরণ করতে গত বছর থেকে আমরা এধরনের কর্মসূচি হাতে নিয়েছি। স্বাধীনতার সকল শহীদদের রক্তে আমাদের এই বিজয়। তাদের আত্মত্যাগে আমাদের আজকের স্বাধীনতা। শুধু বিজয়ের মাসে নয়, এই গ্রাফিতি দেখে সারা বছর মানুষ যাতে তাদের স্মরণ করে।’ 

এই সংগঠনের সভাপতি আবদুল কাইয়ুম বলেন, ‘শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের যে অর্জিত স্বাধীনতা তাদের স্মরণে আমরা এধরনের কর্মসূচি নিয়েছি।’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের