X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৮, ১৭:১১আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ২০:০৭




প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ (ছবি: ফোকাস বাংলা) নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
সোমবার (৩১ ডিসেম্বর) সকালে গণভবনে তারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গতকাল রবিবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সচিব, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা, পুলিশ, বিজিবি ও র‌্যাবের কর্মকর্তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (ছবি: ফোকাস বাংলা) সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মসিহুজ্জামান সেরনিবায়াত, নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল নিজামউদ্দিন প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সরকারি কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন শেখ হাসিনাকে এছাড়াও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, পুলিশের পক্ষ থেকে আইজিপি মোহাম্মদ জাভেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নজরুল ইসলাম মজুমদার শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা জানানো শেষে গণভবনে আগত অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিজয়ের মাস ডিসেম্বরে এটা আরেকটি বড় বিজয়। ক্ষমতা আমার কাছে ব্যক্তিগত কিছু নয়, বরং ক্ষমতা হলো দেশ ও জাতির জন্য বড় একটি দায়িত্ব পালন করা।’ শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি, আমাদের পুনর্নির্বাচিত করে জনগণ তাদের সেবা করা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলো পূরণ করার সুযোগ করে দিয়েছে।’

/এসও/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেট্রলপাম্পগুলোতে ধর্মঘট চলছে
পেট্রলপাম্পগুলোতে ধর্মঘট চলছে
‘সেঞ্চুরি’ করে ফেললেন জোকোভিচ
‘সেঞ্চুরি’ করে ফেললেন জোকোভিচ
খুশকি প্রাকৃতিকভাবে দূর করার কিছু উপায় জেনে নিন 
খুশকি প্রাকৃতিকভাবে দূর করার কিছু উপায় জেনে নিন 
সৌদি আরবে পৌঁছেছেন ৫৯১০১ হজযাত্রী, মৃত্যু ৯
সৌদি আরবে পৌঁছেছেন ৫৯১০১ হজযাত্রী, মৃত্যু ৯
সর্বাধিক পঠিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
জয়নুল হক সিকদারের স্ত্রীসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জয়নুল হক সিকদারের স্ত্রীসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিমানের প্রধান ফ্লাইট পার্সারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
বিমানের প্রধান ফ্লাইট পার্সারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ