X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সবই আছে, শুধু ভোটার নেই

সঞ্চিতা সীতু
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১৫

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী কেন্দ্র কেন্দ্রের বাইরে পুলিশ, আনসার, নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভেতরে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা। ভোটের জন্য যা যা আয়োজন দরকার তার কোনও কিছুরই কমতি ছিল না। কিন্তু যাদের জন্য এতো সব আয়োজন, সেই ভোটারদের দেখা নেই।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী কেন্দ্রে আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর নাগাদ ভোটার উপস্থিতি ছিল না বললেই চলে। স্কুলটিতে বনশ্রী এবং পূর্ব রামপুরার পুরুষ ভোটারদের জন্য চারটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। সব কটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেও ভোট পড়ার যে চিত্র পাওয়া গেছে,  তাতে বোঝা যায় সাম্প্রতিক অন্যান্য নির্বাচনের মধ্যে এবারই ভোটার উপস্থিতি সবচেয়ে কম। স্কুলের মধ্যেও চার কেন্দ্রের প্রতিটি বুথে ৫ থেকে ১৫টি করে ভোট পড়েছে।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের এজেন্ট মিজানুর রহমান ৭২১ নম্বর কেন্দ্রের ৪ নং বুথের সামনে দাঁড়িয়ে বলেন, ‘বেশ ভালো পরিবেশ। মানুষ আসছে। ভোট দিচ্ছে। কোনও সমস্যা নেই।’ কী পরিমাণ ভোটার আসছেন এই প্রশ্নে কোনও সংখ্যা উল্লেখ করতে না পেরে বিব্রত হয়ে মিজান বললেন, ‘ভালেই আসছে।’ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী কেন্দ্র

সেই মিজানুর রহমানই বুথের বাইরে দাঁড়িয়ে অন্য এক জনের সঙ্গে কথা বলার সময় বলছিলেন, ‘আজ যে ভোট মানুষ মনে হয় তা ভুলেই গেছে।’

চার কেন্দ্রের মধ্যে ৭২১ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অপরেশ চন্দ্র সাহা ভোটের খবর জানাতে গিয়ে বললেন, ‘দেখতেই তো পারছেন কী অবস্থা।’ ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৫৯৫ জন।

এই কেন্দ্রর ২ নম্বর বুথে গিয়ে দেখা গেল ৫০৫ জন ভোটারের মধ্যে দুপুর ১২ নাগাদ ভোট পড়েছে মাত্র ৮টি। এই বুথে একমাত্র এজেন্ট লিটন বসেছিলেন নৌকা প্রতীকের কার্ড গলায় ঝুলিয়ে। কেন ভোটার আসছে না জানতে চাইলে বলেন, ‘তারা নাস্তা টাস্তা করে আসবে তো। এই জন্য দেরি হচ্ছে। তবে আসবে।’

৭২১ এর ৩ নম্বর বুথের পোলিং এজেন্ট নিখিল চন্দ্র বিশ্বাস বলেছেন তার বুথের ৫২০ ভোটের মধ্যে ১৫টি ভোট পড়ছে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী কেন্দ্র

স্কুলটির আরেকটি কেন্দ্র ৭২০ এর প্রিজাইডিং অফিসার আবুল কালাম বলেন, ‘২৫০০ ভোটারের মধ্যে ১০ ভাগের মতো ভোট পড়েছে।’ তবে এই বক্তব্যর সঙ্গে বাস্তবতার কোনও মিল পাওয়া যায়নি। এই কেন্দ্রের ৪টি বুথে কোনও ভোটার দেখা যায়নি। বুথগুলো ঘুরে পোলিং এজেন্টদের কাছে জানতে চাইলে তারা বলেন, ‘আমরা এখন কিছুই বলতে পারবো না। যা বলার তা প্রিজাইডিং অফিসার বলবেন।’

এই কেন্দ্রের এক পোলিং এজেন্ট তৌহিদুল ইসলাম দুপুরে জানালেন, ‘শীতের সকালে বৃষ্টি, তাই ভোটার আসেনি।’

কেন্দ্র ৭২২ এর প্রিজাইডিং অফিসার সাদেকীন রহমান ভূঁইয়া জানালেন, তার কেন্দ্রে মোট ভোটার ২৫৯৮ জন। ভোট পড়ার হার জানতে চাইলে বলেন, ‘এখনও কেউ আমার কাছে দ্বিতীয় বই নিতে আসেনি। সবার কাছে প্রথম বইই আছে।’

৭২২ নম্বর কেন্দ্রের ৪ নম্বর বুথের পোলিং এজেন্ট মো. জয়েন উদ্দিন জানালেন, তার বুথের ৫৯৪ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ৪ জন।

৭২৩ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আব্দুর রউফ নাসির জানালেন, ‘২৫৯০ জন ভোটার রয়েছে এই কেন্দ্রে। তবে ভোটার উপস্থিতি আশাব্যঞ্জক নয়। দুই একজন করে ভোটার আসছেন অনেকক্ষণ পর পর।’

ভোট দিতে আসা আব্দুর রহমান বলেন, ‘ভোট হচ্ছে, তাই দিতে এসেছি। আমি সব সময়ই ভোট দেই। এবারও তাই দিতে এসেছি।’

আরও পড়ুন- 

ব্যালট বাক্স খালি, কর্মকর্তা বললেন ‘ভোট পড়ছে’

দুই কেন্দ্রে আড়াই ঘণ্টায় একটিও ভোট পড়েনি

ভোটার না থাকা নিয়ে প্রার্থীরা যা বললেন

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল