X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৯, ২২:৪৪আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২২:৪৭





ফিতা কেটে সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ছবি: আইএসপিআর) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রবিবার (২৪ মাচর্) বিকালে সম্মিলিত সামরিক বাহিনীর (সেনা, নৌ ও বিমান) সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর তেজগাঁওয়ে পুরনো বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কোয়ারে ফিতা কেটে প্রধানমন্ত্রী সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।



আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, রবিবার বিকালে সমরাস্ত্র প্রদর্শনীতে এসে পৌঁছানোর পর সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধনের পর বিমান বাহিনীর মিগ-২৯সহ অন্যান্য যুদ্ধবিমানের ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হয়। তাছাড়া সেনাবাহিনীর ২০ জন প্যারাট্রুপারের প্যারাজাম্পিং অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বিমানবাহিনীর স্টল পরিদর্শনের আগে বিমান বাহিনীর মিগ-২৯ যুদ্ধ বিমানের অ্যারোবেটিক শো প্রদর্শিত হয়।
প্রধানমন্ত্রী সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নগুলো ঘুরে দেখেন এবং সমরাস্ত্রগুলো পরিদর্শন করেন। পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে স্টলগুলো এবং সমরাস্ত্রের পরিচিতিমূলক ব্রিফিং দেওয়া হয়। এছাড়াও প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও বীরত্বগাঁথা, বর্তমান সরকারের বিগত দশ বছরে সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়ন, দেশ ও জাতি গঠনে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অবদান সংশ্লিষ্ট বিষয়ের ওপর নির্মিত চারটি পৃথক স্টল পরিদর্শন করেন।
এ সময় মন্ত্রিপরিষদের সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, ঢাকা এলাকার সংসদ সদস্যরা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় ২৪ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত আট দিনব্যাপী এ সমরাস্ত্র প্রদর্শনী হবে। ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা রাখা হবে।
অন্যদিকে, ৩০ মার্চ দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সর্বসাধারণের সঙ্গে ঢাকা শহরের স্কুল ও কলেজের ছাত্রছাত্রী এবং ৩১ মার্চ দুপুর ১২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবার ও বাহিনীগুলো পরিচালিত স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের জন্য সমরাস্ত্র প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
আফসোসে পুড়ছেন হৃদয়
আফসোসে পুড়ছেন হৃদয়
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে