X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ক্রীড়াক্ষেত্রে মেয়েরা ভালো করছে: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৯, ১৯:৫০আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ২০:২৪

উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকারের সঙ্গে বাফুফের কর্মকর্তারা জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নারী ক্রীড়াবিদদের সাফল্যের কথা উল্লেখ করে বলেছেন, ‘ক্রীড়াক্ষেত্রে আমাদের মেয়েরা ভালো করছে। বিশ্বের বুকে বাংলাদেশের জন্য সম্মান ও গৌরব বয়ে আনছে।’
রবিবার (২১ এপ্রিল) হোটেল ইন্টার কন্টিনেন্টালের বলরুমে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ আন্তর্জাতিক নারী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানেপ্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এ সময় স্পিকার অংশগ্রহণকারী দলগুলোকে বাংলাদেশে স্বাগত জানান।

এ প্রতিযোগিতার সাফল্য কামনা করে স্পিকার বলেন, ‘এ প্রতিযোগিতায়ও নৈপুণ্যের স্বাক্ষর রেখে বিশ্ব ফুটবলে মেয়েরা বাংলাদেশকে পরিচিত করে তুলবে। এতে বাংলাদেশ দলের সফলতা অন্য মেয়েদের জন্য প্রেরণা হয়ে থাকবে।’

বঙ্গমাতার নামে এ প্রতিযোগিতার আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব একজন মহিয়সী নারী ছিলেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী। বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবনে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বাঙালির অধিকার প্রতিষ্ঠা ও স্বাধীনতা অর্জনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই বঙ্গমাতার নামে মেয়েদের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন বিশেষভাবে অভিনন্দনযোগ্য।’

এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– বাফুফের সিনিয়র সহসভাপতি ও টুর্নামেন্ট লোকাল কমিটি চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী এমপি, সিনিয়র সহসভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, ফিফা এএফসির মহিলা কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ, স্পন্সর প্রতিষ্ঠান কে স্পোর্টসের সিইও ফাহাদ করিম, মিডিয়া পার্টনার আরিটিভির সৈয়দ আশিক রহমান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় আগামীকাল ২২ এপ্রিল ঢাকায় শুরু হবে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। এবারই প্রথম এ ধরনের টুর্নামেন্ট হতে যাচ্ছে বঙ্গমাতার নামে। বাংলাদেশসহ ছয়টি দেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে রয়েছে লাওস, তাজিকিস্তান ও মঙ্গোলিয়া। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, আরব আমিরাত ও কিরগিজস্তান। ২২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। ২৯ ও ৩০ এপ্রিল হবে দুটি সেমিফাইনাল। আর ৩ মে হবে ফাইনাল। টুর্নামেন্টের খেলাগুলো প্রতিদিন সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে।

/ইএইচএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাতিষ্ঠানিক কল-কারখানায় কোনও শিশুশ্রম নেই: প্রতিমন্ত্রী
প্রাতিষ্ঠানিক কল-কারখানায় কোনও শিশুশ্রম নেই: প্রতিমন্ত্রী
বিশৃঙ্খলার কারণে তিন খেলোয়াড় ৫ বছর নিষিদ্ধ 
বিশৃঙ্খলার কারণে তিন খেলোয়াড় ৫ বছর নিষিদ্ধ 
চুনা পাথর নিয়ে দেশে আসছে এমভি আবদুল্লাহ, পৌঁছাবে কোনদিন?
চুনা পাথর নিয়ে দেশে আসছে এমভি আবদুল্লাহ, পৌঁছাবে কোনদিন?
ভারতকে ১২০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
ভারতকে ১২০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও