X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

তিউ‌নিসিয়া থে‌কে ফিরেছেন ১৭ বাংলা‌দে‌শি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৯, ২০:২৩আপডেট : ২১ জুন ২০১৯, ২০:৫৮

সাগরে ভাসমান অভিবাসীরা

তিন সপ্তাহ ধরে তিউনিসিয়ার সাগরে ভে‌সে থাকা ৬৪ বাংলা‌দেশির মধ্যে ১৭ জন দেশে ফিরেছেন। শুক্রবার (২১ জুন) বিকাল ৫টার কিছু পরে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৪ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ইমিগ্রেশন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। তাদের ফেরার বিষয়টি এয়ারপোর্ট ইমিগ্রেশন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এয়ারপোর্ট সূত্রে জানা যায়, ১৭ জনের ম‌ধ্যে আট জনই মাদারীপু‌রের। বা‌কি ৯ জ‌নের মধ্যে চার জন ব্রাহ্মণবা‌ড়িয়ার, পাঁচ জ‌নের বা‌ড়ি শরীয়তপুর, নোয়াখালী, চাঁদপু‌র, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায়। ২০ জনের দেশে ফেরার কথা থাকলেও তিন জন শেষ মুহূর্তে দেশে ফিরতে অস্বীকৃতি জানায়।

এর আগে তাদের ফিরে আসার বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, বাকি ৪৭ জনকে পর্যায়ক্রমে দেশে আনা হবে।

নাম প্রকাশ না করে সরকারের এই কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তিউনিসিয়ায় থাকা এসব বাংলাদেশিকে ফেরত আনা হচ্ছে।

আইওএমের এক কর্মকর্তা জানান, তারা দেশে ফিরে আসার জন্য প্লেনের টিকিটের ব্যবস্থা করেছেন।

রেড‌ ক্রি‌সেন্ট সূত্রে জানা যায়, প্রায় তিন সপ্তাহ ধরে তিউনিসিয়ার সাগরে এক‌টি নৌকায় ভাস‌ছি‌লেন ৭৫ জন শরণার্থী, যা‌দের ম‌ধ্যে ৬৪ জনই বাংলা‌দে‌শি। নৌকাটি তিউনিসিয়ার উপকূলের কাছে পৌঁছালেও কর্তৃপক্ষ তীরে ভিড়ার অনুমতি দেয়নি। পরে ১৮ জুন সন্ধ্যায় তাদের জারজিস বন্দরে নামার অনুমতি দেওয়া হয়। 

/এসও/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ