X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আসাম ইস্যুতে যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি আছে: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৫





ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আসাম ইস্যুতে যেকোনও পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি আছে বাংলাদেশের। আমরা কারও বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না। শান্তি প্রতিষ্ঠা করতে চাই।’ রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আসামের বিষয়টি ভারতের অভ্যন্তরীণ। সেখানে যারা বাদ পড়েছেন—তাদের মধ্যে হিন্দু ৬০ শতাংশ ও মুসলমান ৪০ শতাংশ। আমরা বিষয়টি পর্যালোচনা করছি। তাছাড়া ওই ঘটনায় তো আপিলের সুযোগ আছে। তবে আমরা সতর্ক আছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
মিয়ানমার থেকে ১২ লাখ লোক বাংলাদেশে ঢুকেছে, আবার আসামেও প্রায় ১৯ লাখ লোককে নাগরিকত্ব দেওয়া হয়নি। এগুলো বাংলাদেশের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সেতুমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্র হতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন তো অনেকেরই ঈর্ষার কারণ হতে পারে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের জিডিপি শীর্ষে।’
টেলিভিশনগুলো আপনাকে বেশি বেশি দেখায়, সাংবাদিকদের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন−টেলিভিশন আমার চেহারা নয় চেয়ারকে দেখায়। কারণ, আওয়ামী লীগ রুলিং পার্টি। আমি সেই পার্টির জেনারেল সেক্রেটারি। আবার সরকারের সড়কমন্ত্রী।’

সড়কে শৃঙ্খলা ফেরাতে যে ১১১টি প্রস্তাব আছে সেগুলোর বিষয়ে মন্ত্রী বলেন, ‘১১১টি প্রস্তাব হলো সুপারিশ, কোনও সিদ্ধান্ত নয়। এগুলো সংযোজন-বিয়োজন হতে পারে। পরিমার্জন পরিবর্তন হতে পারে। ৫ সেপ্টেম্বর সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা হবে, সেখানেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। ২৬ সিটের গাড়িকে ৪২ সিটের করা হয়েছে। এ বিষয় নিয়েও আলোচনা হবে।’
ওয়েজবোর্ড নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সাংবাদিকদের ওয়েজবোর্ডের কপি প্রধানমন্ত্রীর কাছে সামারি আকারে পাঠানো হবে । তিনিই সিদ্ধান্ত দেবেন। ওয়েজবোর্ড কবে কার্যকর হবে, তা তিনিই জানেন।’

দলের জাতীয় কাউন্সিল নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কাউন্সিল অক্টোবরেই নির্দিষ্ট হয়ে আছে। তারিখ পরিবর্তন করা হয়নি। আমাদের প্রস্তুতি আছে। পরিবর্তন করতে হলে দলের সভাপতি শেখ হাসিনা ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকবেন, সেখানেই সিদ্ধান্ত হবে।’
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটি সম্পর্কে তিনি বলেন, ‘দলটির জন্য শুভ কামনা। তারা নেতিবাচক রাজনীতি বাদ দিয়ে ইতিবাচক রাজনীতিকে আলিঙ্গন করবে আজকের দিনে এটিই আমার প্রত্যাশা।’
ছাত্রলীগের পদবঞ্চিতদের নিয়ে দলের সিদ্ধান্তের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পদবঞ্চিতদের বিষয়ে দলের কয়েকজনকে দায়িত্ব দেওয়া আছে। তারা কাজ করছে। এছাড়া,  তারা তো এখন আর আন্দোলন করছেন না।’
মন্ত্রী বলেন, ‘মোটরযান আইনে জরিমানার হার বাড়ছে, এমন সংবাদ পুরোপুরি ভুয়া ও গুজব। কারণ, দেশে মোটরযান আইন নামে কোনও আইন নেই। যা আছে সেটি হচ্ছে সড়ক পরিবহন আইন।’

 

/এসআই/আইএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?