X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মানসম্মত শিক্ষা অর্জনে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৯, ০১:৫০আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ০২:০৪





 ইউনেস্কোর ৪০তম জেনারেল কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন ডা. দীপু মনি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাসরুম ডিজিটাল করার কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন,‘মানসম্মত শিক্ষা অর্জনে বাংলাদেশকে বিশ্বে রোল মডেল হিসেবে উপস্থাপন করতে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের কাজ শুরু হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আইসিটি শিক্ষায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।’


বুধবার (১৩ নভেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে সংস্থাটির ৪০তম জেনারেল কনফারেন্সে বাংলাদেশের পক্ষে বক্তব্য উপস্থাপনের সময় তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস ইউনেস্কোর ৪০তম জেনারেল কনফারেন্সের উদ্বোধন করেন। বিশ্বের ১৯৩টি দেশ এই কনফারেন্সে অংশ নিয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘মানসম্মত শিক্ষা অর্জনে শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি দেশে কারিকুলাম ডেভেলপমেন্টের কাজ চলছে। প্রান্তিক জনপদেও আইসিটি শিক্ষা চালু করা হয়েছে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী যেন নিজেদের ভাষায় শিক্ষাগ্রহণ করতে পারে সেদিকেও জোর দেওয়া হয়েছে।’
দীপু মনি বলেন, “এসডিজি-চার’ অর্জনের লক্ষ্যে সবার জন্য মানসম্মত শিক্ষা অর্জন অপরিহার্য। এ ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বর্তমানে প্রাথমিক শিক্ষায় এনরোলমেন্টের হার ৯৮ শতাংশ এবং ছেলে শিক্ষার্থীর তুলনায় মেয়ে শিক্ষার্থী বেশি।”
চতুর্থ শিল্প বিপ্লবের কারণে রোবটিক্স, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি, ভার্চুয়াল রিয়ালিটির মতো বিষয়গুলো বিস্ময়কর গতিতে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি এসব বিষয়ে একটি নৈতিক মানদণ্ড তৈরি করতে ইউনেস্কোর প্রতি আহ্বান জানান।
ইউনেস্কোর ৪০তম জেনারেল কনফারেন্সের প্রেসিডেন্ট তুরস্কের রাষ্ট্রদূত আহমেত আলতে সেনজিজারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদাম অ্যাদ্রে অ্যাজুলে, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন ও বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. মনজুর হোসেন।

 

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ