X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

দুবাই এয়ার শো’র উদ্বোধনীতে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ নভেম্বর ২০১৯, ১৭:১৭আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৭:৪৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষোড়শ দ্বিবার্ষিক এয়ার শো ইভেন্ট ‘দুবাই এয়ার শো-২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। রবিবার (১৭ নভেম্বর) দুবাই আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের দুবাই ওয়ার্ল্ড সেন্টারে পাঁচ দিনব্যাপী এই এয়ার শো শুরু হয়েছে।
আগামী বৃহস্পতিবার (২১ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই এয়ার শো অনুষ্ঠিত হবে। এটি বিশ্বের বৃহত্তম এয়ার শো এবং মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বৃহত্তম অ্যারোস্পেস ইভেন্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে এই এয়ার শো-তে যোগ দিতে গতকাল শনিবার দুবাই পৌঁছান।
এয়ার শোর উদ্বোধনীর পর প্রধানমন্ত্রী দুবাই ওয়ার্ল্ড সেন্টারে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফ্লাইং ডিসপ্লে উপভোগ করেন।
এ বছর সারাবিশ্বের ৮৭ হাজারের বেশি ট্রেড ভিজিটর ও ১ হাজার ৩০০-এর বেশি এক্সিবিটর দুবাইয়ে এ উপলক্ষে সমবেত হয়েছেন। ১৬০টি দেশ থেকে ১৬৫টি বিমান এই শোয়ে অংশ নিচ্ছে।
১৯৮৯ সালে প্রথম দুবাই এয়ার শো প্রদর্শিত হয়। এটি এখন বেসামরিক বিমান শিল্পের জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফরমে পরিণত হয়েছে। এখানে বিশ্বের বিভিন্ন বিমান প্রস্তুতকারী কোম্পানি তাদের নতুন মডেলের বিমান প্রদর্শন ও বিক্রয় করেন। পাশাপাশি সরকারি ও বেসরকারি সেক্টরের কোম্পানিগুলো নতুন নতুন প্রযুক্তি, সুযোগ এবং এই শিল্পের প্রতিবন্ধকতাগুলো নিয়েও আলোচনা করতে পারে।
সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সম্মানে আবুধাবির শাংরিল-লা হোটেলে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহম্মদ ইমরান নৈশভোজের আয়োজন করবেন। প্রধানমন্ত্রী সফরকালে এই হোটেলেই অবস্থান করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী আগামীকাল সোমবার (১৮ নভেম্বর) আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে ইউএইতে কর্মরত বাংলাদেশিদের ভোটার তালিকা প্রণয়ন এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে নির্বাচন কমিশনের অনুষ্ঠান উদ্বোধন করবেন।
শেখ হাসিনা চার দিনের সফর শেষে আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর) দেশে ফিরবেন। বাসস।

/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
লক্ষ্মীপুরের পাঁচ ইউপির তিনটিতে নতুন মুখ, দুটিতে পুরোনোতে আস্থা
লক্ষ্মীপুরের পাঁচ ইউপির তিনটিতে নতুন মুখ, দুটিতে পুরোনোতে আস্থা
স্কুল-মাদ্রাসা ২ মে পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
স্কুল-মাদ্রাসা ২ মে পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ