প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কুশল বিনিময় করেছেন মার্শাল দ্বীপপুঞ্জ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিলডা সি হেইনে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে তিনি বাংলাদেশের সরকার প্রধানকে ফোন করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময়ের পর হিলডা হেইন বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।’
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মার্শাল দ্বীপপুঞ্জের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন বলে প্রেস সচিব জানান।