X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ধানের ন্যায্যমূল্য নিশ্চিতের সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৯, ২১:১১আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২১:১৮

 

রাজশাহীতে আমন ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
চালের দাম না বাড়িয়ে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বলেছে সংসদীয় কমিটি। এ জন্য মন্ত্রণালয়কে ধান সংগ্রহসহ যাবতীয় কার্যক্রম সঠিকভাবে পর্যবেক্ষণের সুপারিশ করেছে কমিটি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বৈঠকে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে চলতি অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমে কৃষকদের কাছ থেকে ৬ লাখ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিকেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ২৬ টাকা। উপজেলা পর্যায়ে প্রান্তিক ও নারী কৃষকদের অগ্রাধিকার দিয়ে কৃষক তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী ধান সংগ্রহ চলছে। গত ২০ নভেম্বর থেকে এ সংগ্রহ অভিযান শুরু হয়। প্রথম ৯ দিনে (২৮ অক্টোবর পর্যন্ত) ২৪৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। ধান বিক্রির টাকা সঙ্গে সঙ্গে কৃষকদের ব্যাংক হিসাবে পরিশোধ করা হচ্ছে। ২৮ ডিসেম্বর পর্যন্ত ধান সংগ্রহ করা হবে।

এছাড়া কৃষকেরা যাতে মিল মালিকদের কাছে ধান বিক্রি করে ন্যায্য দাম পান সেজন্য ৩৬ টাকা কেজি দরে সাড়ে তিন লাখ টন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগ্রহ অভিযানে দুর্নীতি প্রতিরোধে ১৬টি উপজেলায় পরীক্ষামূলকভাবে মোবাইল অ্যাপসের মাধ্যমে ধান কেনা হবে।

বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, কমিটি বলেছে কৃষকদের ধানের ন্যায্য দাম নিশ্চিত করতে হবে, আবার চালের দাম যাতে না বাড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। নিয়মিত বাজার পর্যবেক্ষণ করতে হবে। তবে মুক্তবাজার অর্থনীতির এই যুগে ব্যবসায়ীদের কোনও চাপ প্রয়োগ করা হোক তারা তা চান না।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, উপজেলায় উন্মুক্তভাবে সাংবাদিকদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ধান কেনা হবে। ২০ নভেম্বর এ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এছাড়া পরীক্ষামূলকভাবে ১৬টি উপজেলায় অ্যাপসের মাধ্যমে ধান কেনা হবে। এছাড়া খাদ্যে ভেজাল প্রতিরোধে ইউএসআইডির সহযোগিতায় ভ্রাম্যমাণ ল্যাবরেটরির উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে সব জেলায় এ ধরনের গাড়ি দেওয়া হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের শূন্য পদে নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার গতি বাড়াতে মন্ত্রণালয়কে সহযোগিতার জন্য কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্টি একটি সাব কমিটি গঠন করা হয়। এ কমিটির অন্য সদস্যরা হলেন- আব্দুল হাই ও আঞ্জুম সুলতানা।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, ধীরেন্দ্র দেবনাথ, আব্দুল হাই, আয়েন উদ্দিন ও আঞ্জুম সুলতানা অংশ নেন।

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ