X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বৈশ্বিক পুঁজিবাদের কাছে আত্মসমর্পণ করেছে আ. লীগ: আবদুল গাফফার চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৯, ১৫:০৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২১:২৮

বৈশ্বিক পুঁজিবাদের কাছে আত্মসমর্পণ করেছে আ. লীগ: আবদুল গাফফার চৌধুরী আওয়ামী লীগ সরকার বৈশ্বিক পুঁজির কাছে আত্মসমর্পণ করেছে বলে মন্তব্য করেছেন একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে ভালোবাসি এবং সমর্থন করেই বলছি, এই সরকার সম্পূর্ণভাবে বৈশ্বিক পুঁজিবাদের কাছে আত্মসমর্পণ করেছে। তাই ক্যাপিটালিজমের ভালো দিকগুলো বাংলাদেশে আসেনি, এসেছে খারাপ দিকটা। চুরি, লুণ্ঠন, ধর্ষণের মতো অপকর্ম বেড়েছে।’

রবিবার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‌‌সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘সম্প্রীতি, বঙ্গবন্ধু ও বাঙালির বিজয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় আবদুল গাফফার চৌধুরী আরও বলেন, ‘আওয়ামী লীগ মনে করতে পারে তারা আর ক্ষমতা থেকে যাবে না। কিন্তু তারা জানে না তাদের অস্তিত্ব একটা মানুষের ওপর নির্ভর করে। আর সেই মানুষটি হচ্ছে শেখ হাসিনা। আল্লাহ না করুক কোনোক্রমে তাকে সরিয়ে দিলে দল তাসের ঘরের মতো ভেঙে যাবে। এরপর একজন লোককেও আর বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে দেখা যাবে না। এখন অনেকেই বঙ্গবন্ধুর জন্মদিন পালনের জন্য ব্যস্ত, কিন্তু তখন আর তাদের কাউকে পাওয়া যাবে না।’

আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের বিষয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগে জামায়াতের অনেকেই অনুপ্রবেশ করেছে। বর্তমানে দলে এমন অনেকেই আছে যারা মুজিব হত্যার পর খুশি হয়েছিলেন। আমি শেখ হাসিনাকে অনুরোধ করে বলতে চাই, রাজাকারদের তালিকা করার আগে এদের তালিকা তৈরি করুন।’

ড. কামাল হোসেনের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের কিছু এলিট ক্লাস লোক আছে, জাতির কোনও ক্রাইসিসে তাদের পাওয়া যায় না। আমি ড. কামাল হোসেনকে বলেছি, আপনি তো পাসপোর্ট রেডি রাখেন। যখনই কোনও সংকট হয় তখনই দেশ ছাড়েন। এখন আপনি গণতন্ত্র চান? এখন যেই গণতন্ত্রের কথা বলছেন সেই অধিকার তো শেখ হাসিনার জন্য পেয়েছেন।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সম্প্রতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান, সম্প্রতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব প্রমুখ।

/এইচএন/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করতে ১০ বছর মেয়াদি পরিকল্পনা নেওয়া হবে’
‘ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করতে ১০ বছর মেয়াদি পরিকল্পনা নেওয়া হবে’
এবার তিনি কবি!      
এবার তিনি কবি!      
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
টেস্ট ইতিহাসে যেখানে মুল্ডারই ‘প্রথম’
টেস্ট ইতিহাসে যেখানে মুল্ডারই ‘প্রথম’
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত