X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অনুমতি পেলেন তাবিথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২০, ২০:২৩আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২৩:০৮

তাবিথ আউয়াল (ছবি: সাদ্দিফ অভি) সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রচার চালানোর অনুমতি পেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল। তার এক আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) এ অনুমতি দিয়েছে। ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের সই করা এ-সংক্রান্ত চিঠি তাবিথের কাছে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ৭ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলেন তাবিথ। ইসির পক্ষ থেকে এতে সম্মতি জানিয়ে গত রবিবার (২৬ জানুয়ারি) তাবিথকে চিঠি পাঠানো হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তার দফতর সূত্র জানিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মো. আবুল কাসেম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাবিথ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। বিষয়টি কমিশনের কাছে পাঠিয়েছিলাম। কমিশনের অনুমোদন পাওয়ার পর তা প্রার্থীকে জানিয়ে দিয়েছি।’
তাবিথকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অনুমতি দেওয়া হলেও এর সঙ্গে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচনি আইন, আচরণবিধি ও প্রচলিত আইন মেনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানোর অনুমতি দেওয়া হলো। একই সঙ্গে প্রচারের ব্যয় নির্বাচনের মোট ব্যয়ের সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে এবং নির্বাচনি ব্যয়সীমা অতিক্রম করা যাবে না।
প্রসঙ্গত, আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার আগেই তাবিথসহ প্রায় সব মেয়র প্রার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নির্বাচনি প্রচারণা চালিয়ে আসছেন। নির্বাচনি আচরণবিধিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রচারণা চালাতে কোনও বিধিনিষেধ নেই।

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
টিআইবির বিশ্লেষণদ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, আয় বেড়েছে ৫৩৩৬ শতাংশ
সালথা উপজেলায় ওয়াদুদের প্রার্থিতা বহাল, নির্বাচনে বাধা নেই
আরও ৫৫ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
সর্বশেষ খবর
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...