X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

আমলাতান্ত্রিক মনোভাব ছাড়তে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান বঙ্গবন্ধুর

উদিসা ইসলাম
০১ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৩

আমলাতান্ত্রিক মনোভাব ছাড়তে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান বঙ্গবন্ধুর

সবকিছুর ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে স্থান দেওয়ার পরামর্শ দিয়ে জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে ১৯৭২ সালের এই দিনে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিজেদেরকে জনগণের খাদেম ভাবতে বলে সরকারি কর্মচারীদের প্রতি প্রধানমন্ত্রী বলেন, ‘অতীতের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করতে হবে।’

বাসসের খবরে বলা হয়, ‘১ ফেব্রুয়ারি ১৯৭২ প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবনে বিভিন্ন দফতর বিভাগ ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর প্রধানদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন। এসময় মন্ত্রিসভার সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু বলেন, ‘স্বাধীনতা সংগ্রামের ৯ মাসে পাকিস্তানি দখলদার বাহিনীর হাতে এদেশের লাখো জনতা অকথ্য নির্যাতনের শিকার হয়েছে। জনগণের আত্মত্যাগের কোনও তুলনা নেই। বর্বরদের নির্যাতন থেকে এদেশে একটি পরিবারও রেহাই পায়নি। বাংলাদেশের আদর্শকে রক্ষা করার জন্য জনগণ সর্বস্ব ত্যাগ করেছে, প্রাণ দিয়েছে। এতকিছুর পর অর্জিত হয়েছে স্বাধীনতা। এই স্বাধীন জাতির প্রতি সরকারি কর্মচারীদের রয়েছে এক নতুন দায়িত্ব। সরকারি কর্মচারীদের অবশ্যই এই দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে।’

বঙ্গবন্ধু বলেন, ‘আমরা একটা আদর্শের জন্য সংগ্রাম করেছি। আমার সরকারের নীতি হচ্ছে স্বাধীনতার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। সাধারণ মানুষ আর মুক্তিযোদ্ধারা তাদের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। তাই স্বাধীনতার সুফল তারা যেন ভোগ করতে পারে, অবশ্যই তার নিশ্চয়তা বিধান করতে হবে।’

যারা সাড়া দিতে ব্যর্থ হবেন, তারা  কেটে পড়েন

বঙ্গবন্ধু তাঁর বক্তৃতায় স্পষ্ট জানিয়ে দেন, ‘জনগণের জন্য কাজ করতে গিয়ে সময়ের ডাকে যদি কাউকে না পাওয়া যায়, তার নিজে থেকেই সরে যাওয়া ভালো।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতার লোভে সরকারের যায়নি। তারা যে জনগণের নির্বাচিত প্রতিনিধি, এতে কোনও সন্দেহ নেই। কিন্তু বিপ্লবের মাধ্যমে যে দেশ স্বাধীন হয়েছে, একথাও অবশ্যই স্মরণ রাখতে হবে। আর এ জন্যই দেশকে গড়ে তোলার কাজে জরুরি ভিত্তিতে বিপ্লবী পদক্ষেপ নিতে হবে। সরকারি কর্মচারীদের অবশ্যই একথা স্মরণ রাখতে হবে যে, দেশ এখন এক জরুরি অবস্থার মধ্য দিয়ে এগিয়ে চলছে। তাদের স্মরণ রাখতে হবে সরকার একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এবং দুর্গত জনতার অন্নবস্ত্রের সংস্থান করতে বদ্ধপরিকর। আর এর জন্য কাজ করতে হবে।’ প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের আশ্বাস দিয়ে বলেন, ‘আন্তরিকতা ও সততা নিয়ে যারা কাজ করতে চান, তারা তা করতে পারবেন। তবে সময়ের ডাকে যারা সাড়া দিতে ব্যর্থ হবেন, তারা বরং কেটে পড়েন। স্বাধীনতা সংগ্রাম চলাকালে হানাদার পাকিস্তানি সামরিক সরকারকে যেসব সরকারি চাকুরে সক্রিয়ভাবে ও প্রকাশ্যে সমর্থন করেছেন, তাদেরও অবশ্যই সরে যেতে হবে।’

প্রধানমন্ত্রীর ভাষণের পর দলের সেক্রেটারি জেনারেল তাকে আশ্বাস দিয়ে বলেন, ‘যে আদর্শের জন্য সমগ্র জাতি সংগ্রাম করেছে, সে আদর্শের বিকাশ সাধনের জন্য সরকারি চাকরিজীবীরা অবিরাম কাজ করে যাবে।’

আমলাতান্ত্রিক মনোভাব ছাড়তে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান বঙ্গবন্ধুর

ঢাকায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ

বার্তা সংস্থা এনা খবর দেয়, কলকাতায় গঠিত ‘আন্তর্জাতিক আইনজীবী পরিষদ’ বাংলাদেশে গণহত্যা চালানোর জন্য দায়ী ব্যক্তি ও যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য ট্রাইব্যুনাল গঠনে ঢাকায় একটা সম্মেলন অনুষ্ঠানের উদ্দেশ্যে বিশ্বের খ্যাতনামা আইনজীবীদের অনুরোধ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।

দাবি নিয়ে বঙ্গবন্ধুর কাছে সুফিয়া কামাল

বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী সুফিয়া কামাল ও সম্পাদিকা মালেকা বেগম প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বঙ্গবন্ধুকে পরিষদের পক্ষ থেকে একটি দাবিনামা পেশ করেন। বঙ্গবন্ধু সহানুভূতির সঙ্গে এসব দাবি-দাওয়া বিবেচনা করবেন বলে আশ্বাস দেন।দৈনিক বাংলার ২ ফেব্রুয়ারির প্রথম পৃষ্ঠায় এ খবর প্রকাশিত হয়।

১০ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের সার্ভিস চালুর সিদ্ধান্ত

বাংলাদেশ বিমানকে বিশ্ব চার্চ সমিতি যে ডিসি-৬ বিমানটি উপহার দিয়েছে, সেটা ১৯৭২ সালের ৩১ জানুয়ারি ঢাকায় আসে। এরপর বিমানটির আসন তৈরি করার কাজ হয়। ভারত থেকে দুটি ফোকার বিমান পাওয়া গেলেই অভ্যন্তরীণ পথে বিমান সার্ভিস চালু করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ বিমান। ১ ফেব্রুয়ারি জানা যায়, পরবর্তী ১০ দিনে নিয়মিত বিমান সার্ভিস চালু করা হবে। প্রথমে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, যশোর ও সিলেটের যোগাযোগ স্থাপন করা হবে। একইসঙ্গে ঢাকা-কলকাতা পথে বিমান সার্ভিস চালু করার চেষ্টা করা হবে। ভারত সরকার বাংলাদেশকে যে দুটি ফোকার ফ্রেন্ডশিপ বিমান লিজ বা ধার দিতে রাজি হয়েছে, সে দুটি বিমান আনার জন্য ইঞ্জিনিয়ার ও পাইলটদের একটি দল নয়াদিল্লি পৌঁছে। তারা বিমান দুটি নিয়ে সপ্তাহের শেষ দিকে ঢাকা ফিরে আসতে পারে। বাংলাদেশ ২০০-৪০০ সিরিজের ফোকার ফ্রেন্ডশিপ বিমান আগে চলাচল করতো, কিন্তু ভারত থেকে যে দুটি বিমান পাওয়া যাবে, সেটা ১০০ সিরিজের ফোকার, প্রাপ্ত ডিসি-৬ বিমানটি চট্টগ্রাম, সিলেট ও যশোরে অবতরণ করতে পারবে। তবুও টিকিট ছাপানো, মালপত্র ও যাত্রীদের দায়িত্ব গ্রহণের জন্য সর্বত্র যথাযোগ্য ব্যবস্থা করতে কয়েকদিনের প্রয়োজন, সেজন্য চলতি সপ্তাহের মধ্যে বিমান সার্ভিস শুরু করা যাবে না।

এরইমধ্যে সিদ্ধান্ত হয়, বাংলাদেশ বিমানের রঙ হবে কোরাল ব্লু। এ ব্যাপারে একটি কালার স্কিম তৈরি করা হয়েছে। তবে মনোগ্রাম কী হবে, তা ঠিক হয়নি। সেজন্য কালার স্কিমে ভবিষ্যতে পরিবর্তন করার ব্যবস্থা থাকবে। একইসঙ্গে ঢাকা ও লন্ডনের মধ্যে বিমান পথের যোগসূত্র স্থাপনের জন্য কর্তৃপক্ষ বিশেষভাবে আগ্রহী। প্রায় এক লাখ বাংলাদেশি ব্রিটেনে স্থায়ীভাবে বসবাস করছেন। তারা এখন দেশ থেকে ঘুরে যেতে চান।

আমলাতান্ত্রিক মনোভাব ছাড়তে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান বঙ্গবন্ধুর

 

বঙ্গবন্ধু ও রাষ্ট্রপতির সঙ্গে টাঙ্গাইলের মুজিব বাহিনী

১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলা মুজিব বাহিনীর প্রায় দেড় হাজার সদস্য প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও রাষ্ট্রপতি  আবু সাঈদ চৌধুরীর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। মুজিব বাহিনীর সদস্যদের নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফারুক। টাঙ্গাইল জেলা ছাত্রলীগ সভাপতি খন্দকার আবদুল বাতেন, সাধারণ সম্পাদক আলমগীর খান, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজও তাদের সঙ্গে উপস্থিত ছিলেন। দৈনিক বাংলার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত প্রধান ছবিতে দেখা যায়— গণবাহিনীর যোদ্ধারা জাতীয় মিলিশিয়া বাহিনীতে নথিভুক্ত হচ্ছেন।

এদিকে ভারতীয় পুনর্বাসন দফতরের মুখপাত্র জানান, এই সময়ের মধ্যে ৬৬ লাখ ৪৫ হাজার শরণার্থী ভারত থেকে বাংলাদেশে ফিরেছে। দৈনিক বাংলার সূত্র বলছে, ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সরকারি তালিকাভুক্ত হওয়া সব ঠিকাদারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ক্যাটাগরি বদলাতে যে পদোন্নতি দেওয়া হয়েছে, সেগুলোও বাতিল করার সিদ্ধান্তে এসেছে সরকার। পূর্ত ও গৃহনির্মাণ মন্ত্রী মতিউর রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ছবি: ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম

 

/এমআর/এপিএইচ/
সম্পর্কিত
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
রাহমানের কণ্ঠে ‘জয় বাংলা’, ভিডিও করলেন মুগ্ধ প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়