X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

প্রতিবেশী দেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চান প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪২

প্রধানমন্ত্রী সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রতিবেশী দেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এই অঞ্চলের দেশগুলোর উন্নয়নের জন্য সংযোগ খুবই গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের সব দেশের এবং জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে সংযোগ খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্র রবিবার (১৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় শেখ হাসিনা এসব কথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে সংযোগ বাড়াচ্ছে এবং ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর বন্ধ হয়ে যাওয়া পথগুলো পুনরায় চালু করছে। পার্শ্ববর্তী দেশের জনগণ, যারা সীমান্ত সংলগ্ন স্থানে বসবাস করেন তারা বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করে বিদেশ ভ্রমণে যেতে পারেন।
তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে সরাসরি আকাশপথে যোগাযোগের রুট উন্মুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। নেপাল ও ভুটান বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দর এবং একইসঙ্গে মোংলা ও পায়রা সমুদ্রবন্দর ব্যবহার করতে পারে।’
নেপাল বাংলাদেশের সঙ্গে ব্যাপক সংযোগ ব্যবস্থা গড়ে তুলতে চায় উল্লেখ করে ড. মিশ্র বলেন, ‘মোটরযান চুক্তি এখন বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।’ তিনি বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য বিশেষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে নেপালের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ আপনার গতিশীল নেতৃত্বে দ্রুত উন্নতি করছে। যা আমাদের জন্য একটি অনুসরণীয় উদাহরণ।’

নেপালের রাষ্ট্রদূত আগামী ২-৪ এপ্রিল কাঠমান্ডুতে অনুষ্ঠেয় ‘সাগরমাথা (মাউন্টেইন) সংলাপে’ অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। খবর বাসস।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
‘একটা দল মাথা-মুণ্ডু নেই, আজ এরে বহিষ্কার করে কাল আবার ওরে’
‘একটা দল মাথা-মুণ্ডু নেই, আজ এরে বহিষ্কার করে কাল আবার ওরে’
সর্বাধিক পঠিত
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!