X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

করোনা ভয়ঙ্কর শত্রু, সম্মিলিতভাবে পরাজিত করতে হবে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২০, ১৫:০৮আপডেট : ২১ মার্চ ২০২০, ১৫:২২

ওবায়দুল কাদের সম্মিলিতভাবে করোনাকে পরাজিত করতে হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা বীরের জাতি, ভয়কে আমরা জয় করতে জানি। করোনা আজ আমাদের ভয়ঙ্কর শত্রু। এই শত্রুকে পরাজিত করতে হবে সমন্বিত, সম্মিলিতভাবে, সর্তক হয়ে। আতঙ্কিত হলে সমস্যার সমাধান হবে না। গুজবে কান দিলে চলবে না। স্বাস্থ্যবিধি সর্তকভাবে মেনে চলতে হবে। এই মুহূর্তে এটাই হচ্ছে আমাদের একমাত্র কাজ।’

শনিবার (২১ মার্চ) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধক সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আতঙ্কের মধ্যেও সকাল বেলা ধানমন্ডিতে ভোট দিতে এসেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘করোনা এমন কোনও শত্রু নয় যাকে পরাজিত করা যাবে না। আমরা করোনার চেয়েও শক্তিশালী। জাতি হিসেবেও আমরা শক্তিশালী। কাজেই ভয়কে জয় করতে হবে। এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে।’  

তিনি বলেন, ‘আমরা আমাদের অনেক কর্মসূচি সীমিত করেছি। অনেক কর্মসূচি স্থগিত করেছি। জীবনের সবকিছু তো থেমে যাবে না। জীবন থাকবে, মানুষের কর্ম থাকবে,  বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্য যা যা করণীয় আমাদের করতে হবে। সঙ্গে সঙ্গে শত্রুকে মোকাবিলা করতে হবে।’ 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যখন ডেঙ্গু হয়েছিল তখন আমাদের ডাক্তাররা সেবামূলক কার্যক্রম করে প্রমাণ করেছে তারা আতঙ্কিত না হয়ে মানুষকে সেবা দিয়েছে। আমাদের ডাক্তাররা তাদের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের ডাক্তাররা অনেক সাহসী। আজ নিরাপত্তা সামগ্রী যথাযথভাবে সরবরাহ করলে তারা দুঃসাধ্য সাধন করতে পারে। আমি বিশ্বাস করি করোনা প্রতিরোধেও আমাদের ডাক্তাররা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে।’

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী,  যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম,  সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন,  মির্জা আজম, দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া,  ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দফতর সায়েম খান প্রমুখ।

আরও পড়ুন- নিজের স্বাস্থ্য সম্পর্কে সবাই সচেতন থাকুন: প্রধানমন্ত্রী

 

/ইএইচএস/এমএইচবি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু
‘লাকি সেভেন’ জার্সি ফিরে পেয়ে খুশি সানজিদা
‘লাকি সেভেন’ জার্সি ফিরে পেয়ে খুশি সানজিদা
সাবিনা, মারিয়া ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ১৯ গোল
সাবিনা, মারিয়া ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ১৯ গোল
‘মাদকগ্রহণকারী নারীর সংখ্যা বাড়লেও চিকিৎসায় পিছিয়ে রয়েছে’
‘মাদকগ্রহণকারী নারীর সংখ্যা বাড়লেও চিকিৎসায় পিছিয়ে রয়েছে’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?