X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

দেশি-বিদেশি ষড়যন্ত্র নিয়ে বঙ্গবন্ধুর শঙ্কার খোঁজ মিলেছে

উদিসা ইসলাম
২০ এপ্রিল ২০২০, ০৮:০০আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০৮:০০

দেশি-বিদেশি ষড়যন্ত্র নিয়ে বঙ্গবন্ধুর শঙ্কার খোঁজ মিলেছে মুক্তিযুদ্ধ শেষে স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে  প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন সভায় ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনও চলছে’ উল্লেখ করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আসছিলেন। ১৯৭২ সালের এপ্রিল মাসে এসে বড় ধরনের ষড়যন্ত্রের প্রমাণ নিয়ে সংবাদ প্রকাশ করে দৈনিক বাংলা পত্রিকা। ২১ এপ্রিল প্রকাশিত ওই সংবাদে বলা হয়, চারশ’ বহিরাগত বন্ধুবেশে সন্দেহজনক তৎপরতায় লিপ্ত।

প্রতিবেদনে আরও  বলা হয়, ২৯টি আন্তর্জাতিক ও বিদেশি সাহায্য সংস্থার আশ্রয়ে প্রায় দুই সহস্রাধিক বহিরাগত বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। তাদের মাঝে প্রায় চারশ’ ব্যক্তির বাংলাদেশ ভ্রমণের বৈধ ও উপযুক্ত অনুমতিপত্র নেই। যুদ্ধবিধ্বস্ত বাংলাযদেশে সাহায্য বিতরণের নামে তারা মূলত রাজনৈতিক তৎপরতায় বেশি উৎসাহী বলে জানা যায়। ১৯৭২ সালের একুশে ফেব্রুয়ারি শপথে বঙ্গবন্ধু বলেন, ‘যতদিন পর্যন্ত শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা না হচ্ছে, ততদিন সংগ্রাম চলবে। বাংলার বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। এর আগে ও পরে বেশ কয়েকটি জনসভায় তিনি একই শঙ্কা ব্যক্ত করেন।

দৈনিক বাংলার প্রতিবেদনে বলা হয়, এসব বহিরাগত ব্যক্তি গ্রামাঞ্চলের ঢুকে পড়েছে। তাদের সঙ্গে বাংলাদেশের প্রতিটি অঞ্চলের বর্ণনা সংবলিত মানচিত্র থাকে। বন্ধু সেজে জনগণের মাঝে নানা ধরনের রাজনৈতিক প্রচারণা চালিয়ে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। বাংলাদেশের কিছু আমলার সঙ্গে তারা ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে করছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, ইতোমধ্যে তারা যুবক ও ছাত্রদের তালিকা প্রস্তুত করে তাদের ব্যক্তিগত পরিচয় সংগ্রহ ও তা লিপিবদ্ধ করেছে। আমলাদের কাছে তারা জানতে চাচ্ছে, মস্কো সফরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়ে।

পরিষদের বাজেট অধিবেশন

গণপরিষদের পরবর্তী বৈঠকে বাজেট অনুমোদিত হবে। দেশের জন্য একটি শাসনতন্ত্র অনুমোদন ছাড়াও বাংলাদেশে গণপরিষদের পরবর্তী অধিবেশনে প্রথম বাজেট অনুমোদন করা হবে। অনুমোদনের পর অধিবেশনের সময় আরও সম্প্রসারিত করা হবে বলে বাসসের খবরে প্রকাশ করা হয়। একইসঙ্গে সম্প্রসারিত অধিবেশন বাজেট অধিবেশন হিসেবে বিবেচিত হবে বলে জানানো হয়।

দেশি-বিদেশি ষড়যন্ত্র নিয়ে বঙ্গবন্ধুর শঙ্কার খোঁজ মিলেছে ১০ জুন অথবা তার দুই-একদিন আগে গণপরিষদের পরবর্তী অধিবেশন বসবে। উল্লেখযোগ্য এই অধিবেশন হবে বাংলাদেশ গণপরিষদের দ্বিতীয় অধিবেশন। এরে আগে গত ১১ এপ্রিল অনুষ্ঠিত গণপরিষদের প্রথম অধিবেশনে শাসনতন্ত্র রচনা ও আগামী সভায় উপস্থাপনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল।

এইদিনে মন্ত্রিসভার দীর্ঘতম বৈঠক সমাপ্ত হয়। সেখানে যুদ্ধাপরাধের বিচার ও পাকিস্তানে আটক বাঙালিদের উদ্ধারের প্রশ্ন আলোচিত হয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি নির্ধারণ কমিটির চেয়ারম্যান ডিপি ধর পাকিস্তানের সঙ্গে দূত পর্যায়ের বৈঠক সম্পর্কে বঙ্গবন্ধুকে যে রিপোর্ট দিয়েছেন, সেটি বিবেচিত হয়েছে। পাকিস্তানের সঙ্গে দূত পর্যায়ের বৈঠকে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য পাকিস্তানকে অনুরোধ করবে বলে জানান ডিপি ধর। তবে পাকিস্তান পূর্ব শর্ত আরোপ করলে ভারত আলোচনায় বসবে না বলেও জানিয়ে দেন ভারতের পররাষ্ট্র বিভাগের নীতি নির্ধারণ কমিটির এই চেয়ারম্যান। তিনি বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে কিছু আলোচনা করতে হলে পাকিস্তানকে সেটা বাংলাদেশের সঙ্গে সরাসরি  করতে হবে।’

বাংলাদেশ সফর শেষে দিল্লি যাত্রার প্রাক্কালে ঢাকা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন বলে বাংলাদেশ বেতারে প্রচারিত হয়। ডিপি ধর বলেন, ‘বাংলাদেশের প্রতিনিধিদের অনুপস্থিতিতে বাংলাদেশ বিষয়ক কিছু আলোচনা করবো না।’

এদিন বঙ্গবন্ধু জাতিসংঘের ত্রাণ দফতর পরিদর্শন করেন। ধানমন্ডির এই অফিসে তিনি জাতিসংঘের কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

 

/এপিএইচ/
সম্পর্কিত
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
রাহমানের কণ্ঠে ‘জয় বাংলা’, ভিডিও করলেন মুগ্ধ প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে