X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ডা. জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২০, ১৩:৩০আপডেট : ১২ জুন ২০২০, ১৪:৪৭

জাফরুল্লাহ চৌধুরী



করোনা আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ ক্রমেই উন্নতি হচ্ছে। পরিমাণে অল্প হলেও নিয়মিত খাবার খাচ্ছেন তিনি। তবে শ্বাসকষ্ট থাকায় অল্পমাত্রায় তাকে অক্সিজেন দিতে হচ্ছে।

শুক্রবার (১২ জুন) ডা. জাফরুল্লাহর চিকিৎসার দায়িত্বে থাকা গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান। ডা. মামুন মুস্তাফি বলেন, ‘তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। গত কয়েক দিনে তার স্বাস্থ্যের কোনও অবনতি হয়নি, বরং উন্নতি হয়েছে। তার ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণও কমে আসছে। তবে আজ এখনও আমি তাকে দেখতে যাইনি।’
বেলা সাড়ে ১২টায় গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ বলেন, ‘ডা. জাফরুল্লাহ স্যার সকালে স্বাভাবিকভাবেই নাশতা করেছেন। এরপর রুমেই কিছুক্ষণ হাঁটাচলা করেছেন। তার অবস্থা উন্নতির দিকে।’
তিনি আরও বলেন, তার জ্বর নেই। তবে হালকা কাশি ও শ্বাসকষ্ট হচ্ছে। গত ৬ জুনের পর থেকে তার অবস্থার কোনও অবনতি হয়নি।
জানা গেছে, ৪ জুন ডা. জাফরুল্লাহ চৌধুরীর কিডনি ডায়ালাইসিস শুরু হলে অবস্থার অবনতি হওয়ায় তা সম্পন্ন করা যায়নি। তার ফুসফুসে নিউমোনিয়াও হয়। ৫ জুন তাকে তৃতীয়বারের মতো প্লাজমা থেরাপি দেওয়া হয়।
২৯ মে থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক ডা. মামুন মুস্তাফি ও অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন ডা. জাফরুল্লাহ। নিয়মিত তার ডায়ালাইসিস এবং চেস্ট ফিজিওথেরাপি চলছে।
প্রসঙ্গত, ৫ মে ডা. জাফরুল্লাহর করোনা শনাক্ত হয়েছে। তার স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীও করোনা পজিটিভ। তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

/এএইচআর/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার সাবিনাদের কাছে হারলো সাফজয়ী ছোটনের দল
এবার সাবিনাদের কাছে হারলো সাফজয়ী ছোটনের দল
নিহত রাইসি: তদন্তে নামছে ইরান, ইসরায়েলিদের উচ্ছ্বাস
নিহত রাইসি: তদন্তে নামছে ইরান, ইসরায়েলিদের উচ্ছ্বাস
বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের সনদ সংগ্রহ আরও সহজ হবে
বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের সনদ সংগ্রহ আরও সহজ হবে
মেসি-ডি মারিয়াকে নিয়ে কোপা শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা
মেসি-ডি মারিয়াকে নিয়ে কোপা শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া