X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বৈরুত বিস্ফোরণে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৩, আহত ৯৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২০, ২০:০০আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২০:২২

বৈরুতে বিস্ফোরণ বৈরুতে জোড়া বিস্ফোরণে এখন পর্যন্ত তিন জন বাংলাদেশি শ্রমিক নিহত এবং ২১ জন নৌবাহিনীর সদস্যসহ ৯৯ জন আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই তথ্য পাওয়া যায়।

আহতদের মধ্যে নৌবাহিনীর একজনের অবস্থা গুরুতর, এছাড়া বাকিরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে দূতাবাস। গুরুতর আহত নৌবাহিনীর ওই সদস্য হচ্ছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (চিফইআরএ) মো. হারুন উর রশীদ। এই ঘটনায় নিহতরা হচ্ছেন: মেহেদি হাসান, মিজানুর রহমান ও রেজাউল।

এই বিষয়ে লেবাননে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এখন পর্যন্ত তিন জন মারা গেছে এবং এটি বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি। মৃতদেহগুলো দেশে পাঠানোর ব্যবস্থা করছি। গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করতে স্বাস্থ্য, শ্রমসহ আরও কয়েকটি মন্ত্রণালয় ও এজেন্সি থেকে অনুমতি নিতে হয়। এটি করতে ১০ দিনের মতো সময় লাগতে পারে।’

আহতদের বিষয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের ৭৮ জন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছে বলে জানতে পেরেছি। এরমধ্যে পাঁচ থেকে সাত জন হাসপাতালে আছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।’

গুরুতর আহত বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্য আমেরিকান হাসপাতালে আছেন এবং বাকিদের জাতিসংঘের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে রাজধানী বৈরুতের বন্দর এলাকায় জোড়া বিস্ফোরণ ঘটে। এতে পুরো বৈরুত শহর ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। এই ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও পড়ুুন

বৈরুতে বিস্ফোরণে নৌবাহিনীর ২১ সদস্য আহত

বৈরুতের বিস্ফোরণে ব্যাপক হতাহতের আশঙ্কা

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো বৈরুত

/এসএসজেড/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী