X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

নদী রক্ষায় জাতীয় জোট গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২০, ২২:১৫আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২২:২৪

নদী রক্ষায় জাতীয় জোট গঠন জীবন্ত সত্তা হিসেবে নদীর বাঁচার অধিকার নিশ্চিত করতে গঠন করা হয়েছে জাতীয় নদী জোট। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), আরণ্যক ফাউন্ডেশন, ওয়াটারকিপারস বাংলাদেশ, সেবা ও ব্রতী’র যৌথ উদ্যোগে কোর্ট নির্দেশ-২০১৯ বাস্তবায়নের জন্য এই জোট গঠন করা হয়। বুধবার (২৬ আগস্ট) জোট গঠনের উদ্বোধনী ঘোষণা উপলক্ষে এক ভার্চুয়াল সেমিনারে এই তথ্য জানানো হয়।

সেমিনারে প্রধান অতিথি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘একটি বার্ষিক প্রতিবেদন তৈরি করেছি, দখলদারদের তালিকা করেছি। সকল জেলায় এখন উচ্ছেদ অভিযান শুরু হয়ে গেছে। একটি জবাবদিহিতার জায়গা নদী রক্ষা কমিশন। সবার সহযোগিতা পেয়েছি। দেশের প্রচুর মানুষ নদী নিয়ে কাজ করছে। তাদেরকে সংগঠিত করাই কমিশনের কাজ। নদীর প্রবাহ বাধা দিলেই বিচার হবে, ১৮৯৮ সালেই আইন ছিল। আরও অনেক আইন আছে। কিন্তু আইনগুলোর ব্যবহার, প্রয়োগ প্রায় ভুলে গেছেন প্রয়োগকারীরা। আদালত এই কাজ সহজ করে দিয়েছে। সংস্থাগুলো নড়েচড়ে বসছে।’

চেয়ারম্যান আরও বলেন, ‘নদীর আশেপাশে প্রকল্প বাস্তবায়ন করতে হলে আমাদের কাছে আসতে হবে। নদীর ক্ষতি হলে সেই প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। নদী বাঁচানো সংসদীয় কমিটির সদস্যদের এটি ফান্ডামেন্টাল জব। তাদেরকেই এই কাজ করতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে অ্যাডভোকেট ড. শাহদীন মালিক বলেন, ‘এখন দখল করার জায়গা হচ্ছে নদী আর পার্বত্য চট্টগ্রাম। সেজন্য এই সংগ্রাম কঠিন। গত ২০ বছরে রাষ্ট্রের ন্যাচার পাল্টে গেছে। যে ক্ষমতায় আসে সেই সম্পদ বানাতে চায়। এটি নেতিবাচক হিসেবে না দেখে আমাদের চিন্তা করতে হবে এই সংগ্রামে আমরা একসঙ্গে আছি। এই আইনের কারণে সুপ্রিম কোর্ট নদী বাঁচাও আন্দোলনে এখন বড় ভূমিকা রাখতে পারবে। জনগণের সমর্থন বাড়ছে। নদীর ভবিষ্যৎ নিয়ে সামনে সুদিন আসছে।’

নদী রক্ষায় জাতীয় জোট গঠন সেমিনারে সঞ্চালনা করেন ব্রতীর প্রতিষ্ঠাতা শারমিন মুরশেদ। তিনি বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী প্রায় ২০ নদী হারিয়ে গেছে। এখন নদী কয়টা আছে আমরা জানি না। নদী কমিশন সেই কাজ শুরু করেছে। নদীর দূষণ, নদী দখলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। নদী রক্ষায় প্রধানমন্ত্রীর নেওয়া পরিকল্পনা বাস্তবায়নেও কাজ করবে এই জোট। নদীগুলো বাঁচা মরার ওপর নির্ভর করছে আমাদের বাঁচা মরা।’

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরশেদ বলেন, ‘২০০৯ সালে আমরা নদী রক্ষায় একটি রায় পাই আদালত থেকে। এরপরে বেশ কিছু রায় পাই কিন্তু মনে হলো নদী রক্ষায় রায় পেলেও নদীকে জীবন্ত সত্তা কোথাও বলা হয়নি। তাই আবার নতুন করে তুরাগের মামলা নিয়ে শুনানি হয়। আদালতের রায়ে আমরা এগিয়ে গেছি ঠিকই কিন্তু সামনে আরও বাধা আছে। যারা নদী দখল করে তারা খুব ক্ষমতাশালী। তাদের বিরুদ্ধে কাজ করার জন্য আমাদেরও শক্তিশালী হতে হবে। এক্ষেত্রে একটি জোট গঠন খুবই ভাল উদ্যোগ।’

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘অনেক আইন আছে, নীতিমালা, বিধিমালা আছে। এসব আইন, নীতিগুলো সব থাকলে হবে না, বাস্তবায়ন তো হচ্ছে না। এই আইনের মাধ্যমে আদালত অবমাননা হচ্ছে বলেই নদী দখলের বিরুদ্ধে রিট করা যাবে। কিন্তু আইন সব না। এটি একটি অব্যাহত লড়াই। আমাদের পরিবেশ আদালতগুলো সক্রিয় করা দরকার।’

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বাপার সাধারণ সম্পাদক শরিফ জামিল। অনুষ্ঠানে খোয়াই, তিস্তা, কলাপাড়া, বড়াল ও গাবুরা নদীসহ বেশ কিছু নদীর দূষণ বিষয়ে উপস্থাপনা দেখানো হয়। বাপার নির্বাহী সহ-সভাপতি ডা. মো. আব্দুল মতিন, নারীপক্ষ এর প্রতিষ্ঠাতা সদস্য শিরিন হক, আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ, সেবা এর নির্বাহী পরিচালক সাঈদা রোখসানা খানসহ অনেকেই বক্তব্য রাখেন। সেমিনারে আয়োজক সংগঠনের অন্যান্য প্রতিনিধিরা, সারাদেশের নদীকর্মী, পরিবেশবিদ, গণমাধ্যমের প্রতিনিধি ও সামাজিক আন্দোলনের নেতারা অংশ নেন।

/এসএনএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
সর্বাধিক পঠিত
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল