X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে রোহিঙ্গা সমস্যা ঘনীভূত হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২০, ১৬:১২আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১৬:১৩

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন কক্সবাজারে রোহিঙ্গা সমস্যা ঘনীভূত হচ্ছে এবং এর ফলে আঞ্চলিক অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বুধবার (৭ অক্টোবর) নিজের দফতরে মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের কারণে অনিশ্চয়তা তৈরি হতে পারে এ বিষয়টি আমরা অনেকদিন ধরে বলে আসছি। এটি বাংলাদেশ, মিয়ানমার এবং পুরো অঞ্চলের জন্য খারাপ হবে। যারা সন্ত্রাস করে তাদের কোনও সীমান্ত নেই, তাদের কোনও ধর্ম নাই।’

চীন, দক্ষিণ কোরিয়া, ভারতসহ অনেকে মিয়ানমারে বিনিয়োগ করছে জানিয়ে তিনি বলেন, ‘তাদের সবাইকে বলি, আপনারা বিনিয়োগ করছেন এটি ভালো। কিন্তু ওখানে যদি অনিশ্চয়তা দেখা দেয় তবে আশাপ্রদ লাভ পাবেন না। আমাদের সাহায্য করেন শান্তিপূর্ণ প্রত্যাবাসনের জন্য।’

সাত জন রোহিঙ্গা সম্প্রতি নিহত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এটি দুঃখজনক। আমরা দুটি প্রস্তাব করেছিলাম। কিন্তু এনজিও ও সাহায্যকারী সংস্থাগুলি তা পছন্দ করেনি।’

কাটাঁতারের বেড়া এবং ৪জি নেটওয়ার্ক কমানো সংক্রান্ত দুটি প্রস্তাবের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা ৪জি বিষয়ে আপত্তি করেছিলাম। কারণ আমাদের কাছে তথ্য ছিল যে এই ৪জি নেটওয়ার্ক ব্যবহার করে এখানে মেয়েদের বিক্রি করা হয় এবং মানবপাচার হয়। মাদক চোরাচালান বাড়ে। কিন্তু আন্তর্জাতিক সংস্থার কাছে এটি নম্বর ওয়ান ইস্যু হয়ে গেল কেন ৪জি হচ্ছে না।’

কাঁটাতারের বেড়ার বিরোধিতার বিষয়ে মন্ত্রী বলেন, ‘তারা বিরোধিতা করেছিল কারণ এর ফলে ক্যাম্পগুলো জেলের মতো হয়ে যাবে। যদিও অন্যান্য দেশে এটি আছে।’

তিনি বলেন, ‘আমরা কিছু কিছু পিলার স্থাপন করেছি, পুরোপুরি হয়নি। আমরা এটি করতে চাই।’

আরও পড়ুন- রোহিঙ্গাদের ফেরানোর প্রশ্নে মিয়ানমারকে যা বলে এলো ভারত

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বশেষ খবর
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার