X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

পরীক্ষা-শনাক্ত-মৃত্যু কমেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২০, ১৬:১৩আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১৬:৪০

করোনা টেস্ট (ছবি: ফোকাস বাংলা)

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৩২০ জন, আর আগের দিন শুক্রবার (৩০ অক্টোবর) শনাক্ত হয়েছিলেন এক হাজার ৬০৪ জন। অর্থাৎ আজ আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে ২৮৪ জন।

২৪ ঘণ্টায় ১১৩টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৫৩২টি, আর আগের দিন নুমনা পরীক্ষা করা হয়েছিল ১৪ হাজার ১৪১টি। অর্থাৎ আজ আগের দিনের তুলনায় ২ হাজার ৬০৯টি নমুনা কম পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন, গতকাল মারা গিয়েছিলেন ১৯ জন। আজ আগের দিনের তুলনায় একজন কম মারা গেছেন।

শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্যের সঙ্গে শুক্রবারের (৩০ অক্টোবর) তথ্যের তুলনামূলক বিশ্লেষণে পরীক্ষা, শনাক্ত ও মৃত্যু কমার এ চিত্র ফুটে উঠেছে।

আজকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ২০৯টি। আজকের ১১ হাজার ৫৩২টি দিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ লাখ ৩৬ হাজার ২৬২টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত এক হাজার ৩২০ জন দিয়ে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন চার লাখ সাত হাজার ৬৮৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৪২ জন, এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন তিন লাখ ২৪ হাজার ১৪৫ জন। ২৪ ঘণ্টায় মৃত ১৮ জন দিয়ে এ পর্যন্ত মারা গেছেন পাঁচ হাজার ৯২৩ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৪৫ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৭ দশমিক ৪৫ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৫১ শতাংশ, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

মারা যাওয়া ১৮ জনের মধ্যে পুরুষ ১২ জন, আর নারী ছয় জন। এখন পর্যন্ত করোনায় পুরুষ মারা গেছেন চার হাজার ৫৫৩ জন, আর নারী মারা গেছেন এক হাজার ৩৭০ জন; পুরুষ ৭৬ দশমিক ৮৭ শতাংশ, আর নারী ২৩ দশমিক ১৩ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে অধিদফতর জানিয়েছে, মারা যাওয়া ১৮ জনের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের চার জন, ৫১ থেকে ৬০ বছরের তিন জন, আর ষাটোর্ধ্ব ১১ জন রয়েছেন।

১৮ জনের সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভাগভিত্তিক মৃত্যু বিশ্লেষণে দেখা যায়, ১৮ জনের মধ্যে ১৩ জন ঢাকা বিভাগের, দুই জন করে চট্টগ্রাম এবং খুলনা বিভাগের ও সিলেট বিভাগে একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া এক হাজার ৪৪২ জনের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন এক হাজার ১২৬ জন, চট্টগ্রাম বিভাগের ১৭৭ জন, রংপুর বিভাগের ২৮ জন, খুলনা বিভাগের ২৯ জন, বরিশাল বিভাগের ১৬ জন, রাজশাহী বিভাগের ৩৬ জন এবং সিলেট বিভাগের ৩০ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৪৬৯ জন, একই সময়ে ছাড়া পেয়েছেন ৬৫৭ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন পাঁচ লাখ ৫৪ হাজার ৩৮৮ জন, ছাড়া পেয়েছেন পাঁচ লাখ ১৫ হাজার ১৪২ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৯ হাজার ২৪৬ জন।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ১৬৬ জন, ছাড় পেয়েছেন ১৩১ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮৬ হাজার ১২৩ জন, ছাড়া পেয়েছেন ৭৩ হাজার ৯৯৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১৩০ জন।

 

/জেএ/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
জোতার মৃত্যুতে ক্লাব বিশ্বকাপে শোকে মুহ্যমান আল হিলাল
জোতার মৃত্যুতে ক্লাব বিশ্বকাপে শোকে মুহ্যমান আল হিলাল
পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা