X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বিএনপিকে যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২০, ১৪:৩৯আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১৪:৩৯

 

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আলোচনা সভা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী  ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘বিএনপি কয়েকদিন আগে বলেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে আওয়ামী লীগকে শিক্ষা নেওয়ার জন্য। আমি বিএনপিকে বলবো, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে তাদের শিক্ষা নিতে।’




বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ স্বাধীনতা পরিষদের কেন্দ্রীয় কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে হাছান মাহমুদ বলেন, ‘আজ উত্তরা ও সিরাজগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি জানে যে তারা এই নির্বাচনে পরাজিত হবে। বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করার মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বিতর্কিত করা এবং নির্বাচন শেষে একটা অভিযোগ নিয়ে হাজির হওয়া। বিএনপি যে পথে হাঁটছে, যেভাবে নির্বাচন বানচাল করার জন্য অতীতে মানুষ পুড়িয়ে হত্যা করেছে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে অপচেষ্টা চালিয়েছে সেটা দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। তাই আজও তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে অপচেষ্টা চালাচ্ছে সেটাও মানুষ প্রত্যাখ্যান করবে।’

মন্ত্রী বলেন, ‘বিএনপির রাজনীতিটাই প্রকৃতপক্ষে ষড়ডন্ত্রের ওপর প্রতিষ্ঠিত। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহু সৈনিকের লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতা দখল করেছিল। একইসঙ্গে বহু সৈনিক ও অফিসারকে হত্যার মধ্য দিয়ে তিনি ক্ষমতায় টিকে ছিলেন। পরবর্তীতে সেই সৈনিকরাই আবার তাকে হত্যা করেছে। কারণ তিনি যেভাবে সৈনিক হত্যা করেছেন সেই একই পরিণতি জিয়াউর রহমানের হয়েছিল। যে দলের জন্ম ষড়যন্ত্র এবং মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে সেই দলটি আজও ষড়যন্ত্র ও মানুষের রক্তের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। সেই কারণে শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বী তা ও মোকাবিলা করতে না পেরে তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘নূর হোসেন জীবন দিয়ে গণতন্ত্রকে উদ্ধার করে গেছে। যে গণতন্ত্র বিভিন্ন সময়ে শেকলবন্দি করা হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই গণতন্ত্রের মুক্তি মিলেছে।’




/এসএস/এফএস/
সম্পর্কিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
সর্বশেষ খবর
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড