X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ২০:২১আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ২০:২১

ওয়ার্ল্ড ভিশনের ‘নবযাত্রা’ প্রকল্প মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা বলেছেন, ‘ঘরের কাজে নারীর পাশাপাশি পুরুষের অংশগ্রহণ আগের তুলনায় বেড়েছে। এটি সমাজের একটি ইতিবাচক পরিবর্তন।  এই পরিবর্তনের কারণে ঘরের কাজের ক্ষেত্রে নারীর যেমন সহযোগিতা বাড়লো তেমনি মননশীল কাজে নারীর অংশগ্রহণও বাড়বে। সমতাভিত্তিক সমাজ গঠনে বিশ্বের ১৫৩টি দেশের মধ্য বাংলাদেশের অবস্থান ৫০। যা এশিয়ার মধ্যে সবার ওপরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে মন্ত্রণালয়ও। এই কাজ শুধু সরকারের নয়, সবাই মিলে কাজটি এগিয়ে নিতে হবে।’

সোমবার (৩০ নভেম্বর) বিকালে এক ওয়েবিনারে তিনি এই কথা বলেন। মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের  ‘নবযাত্রা’ প্রকল্প নিয়ে এই ওয়েবিনারের আয়োজন করা হয়। ওয়েবিনারে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে এই প্রকল্পের সফলতার কথাই তুলে ধরা হয়েছে। দাবি করা হয়েছে, তাদের প্রকল্প এলাকায় নারী ও পুরুষের মধ্যে যে লিঙ্গ বৈষম্য ছিল তা ঘুচে গেছে। এখন পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশ গ্রহণ আশাতীত হারে বেড়েছে। নারী ও পুরুষ উভয়ই সিদ্ধান্ত গ্রহণ এবং বাচ্চা প্রতিপালন এবং গৃহস্থালির কাজে যৌথভাবে কাজ করছে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা

বিশেষ অতিথির বক্তব্যে ইএন উইমেন বাংলাদেশের আঞ্চলিক প্রতিনিধি সুকু ইসিকাওয়া বলেন, “নারী নির্যাতন প্রতিরোধ করা একটি বড় চ্যালেঞ্জ। এটি শুধু আইন, পলিসি কিংবা সরকারি নিয়ন্ত্রণ দিয়ে রোধ করা সম্ভব নয়। এজন্য দরকার নিজেদের সচেতনতা, শিক্ষা, নারী প্রতি মূল্যবোধ, নারী পুরুষের মধ্যে বৈষম্য কমিয়ে আনা। আচরণও এখানে ভূমিকা রাখবে। ইউএস এইডের ‘নবযাত্রা’ গত আট বছর ধরেই কাজ করছে। তাদের কাজ প্রশংসার দাবিদার। এই কাজকে এগিয়ে নিতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু নিজে সচেতন হলে হবে না, সবাইকে নিয়েই এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”

ইউএস এইড বাংলাদেশের মিশন ডিরেক্টর ডেরিক এস ব্রাউন বলেন, ‘বিভিন্ন ধরনের নির্যাতনের মধ্যে সবচেয়ে বড় দিক হচ্ছে বাল্য বিবাহ। বাল্য বিবাহ বন্ধ করা না গেলে নির্যাতন সহজে বন্ধ হবে না। বিশ্বের বেশ কিছু সংস্থা এ বিষয়ে কাজ করছে। আমাদের সবাইকে একসঙ্গেই কাজ করতে হবে। শিক্ষা, সচেতনতা, আচরণগত পরিবর্তন এ ক্ষেত্রে একটি বড় বিষয়।’

অধ্যাপক ড. মো. রিয়াজুল হকের সঞ্চালনায় নবযাত্রা বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনে বলা হয়, প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে অগ্রগতি হলো নারীর গৃহস্থালি কাজে পুরুষ সাহায্য করছে। পরিবারের ছোট ছোট সিদ্ধান্তগুলো গ্রহণে ৭৭ ভাগ নারী এবং পুরুষ যৌথভাবে কাজ করছে। সম্পদ কেনার মতো বড় সিদ্ধান্তে নারীর অংশগ্রহণ আরও বেশি। সেটির পরিমাণ ৭৮ ভাগ। শিশুর শিক্ষা গ্রহণের বিষয়ে ৭৪ দশমিক ২ ভাগ নারী এবং পুরুষ যৌথ সিদ্ধান্ত নিচ্ছেন। কন্যা শিশুর বিয়ে না দেওয়ার বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে ৯৮ দশমিক ১ ভাগ এবং নারীর মধ্যে ৯৪ দশমিক ৭ ভাগ একমত হয়েছে। এই প্রকল্প চলাকালীন সময়ে ৯৯৯ কন্যা শিশুর বিয়ে বন্ধ করা হয়েছে। প্রকল্প চলাকালীন সময়ে বাচ্চাদের খাদ্য গ্রহণ এবং গোসলে  ৫২দশমিক ৮ ভাগ পুরুষ সাহায্য করছে, ৮৪ দশমিক ৯ ভাগ শিশুর যত্ন নিচ্ছে । পরিসংখ্যান বলছে ৭১ ভাগ পুরুষ এখন সব সময়ই ঘরের কাজ করছেন। আর বাকি ২৬ ভাগ মাঝে মাঝে গৃহস্থালির কাজে সাহায্য করছেন।

প্যানেল আলোচক হিসেবে ইউএস এইডের সিনিয়র প্রগ্রাম ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মাহমুদা রহমান খান বলেন, ‘নারীর নিরাপত্তার অযুহাতে পুরুষরা তাদের ওপর অনেক কিছু চাপিয়ে দেয়। কিন্তু একজন নারী যদি স্বাধীনভাবে চলতে পারেন তাহলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও স্বাবলম্বী হাতে পারেন। পরিবার যদি তার ছেলে সন্তানকে শুরু থেকেই শিক্ষা দেয় মেয়েদের সম্মান করতে হবে, তাহলে বিদ্যায়তনে এবং কর্মক্ষেত্রে নারী যথেষ্ট সম্মান পাবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনে বিভাগের শিক্ষক তসলিমা ইয়াসমিন বলেন, ‘আইনের বিষয়ে নারী অনেক ক্ষেত্রেই সচেতন নয়। এ ধরনের প্রকল্পর মাধ্যমে তাদের সচেতন করা সম্ভব হয়েছে।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি সোনালী সেন বলেন, ‘করোনার সময়ে নারীর প্রতি সহিংসতার মাত্রা বেড়েছে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে।’

সমাপনী বক্তব্যে ওয়ার্ল্ড ভিসনের ন্যাশনাল ডিরেকটর সুরেশ বারলেট বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই কাজ করছি। সবাইকে নিয়েই আমরা কাজ করতে চাই। এ কাজ করতে সবার সহযোগিতা খুবই জরুরি।’

 

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী