X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

৮ সপ্তাহ পর টিকার দ্বিতীয় ডোজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৭

টিকাদান পরিকল্পনায় আবারও পরিবর্তন এনেছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, ‘টিকার প্রথম ডোজ দেওয়ার ৮ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে।’

সোমবার (১৫ ফেব্রুয়ারি) তিনি জানান, ‘প্রাথমিক সিদ্ধান্ত ছিল প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে ৪ সপ্তাহ অর্থাৎ ২৮ দিন পর। এখন আগের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।’

অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি, ওয়ার্ল্ড ভ্যাকসিনেশন কমিটি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবাই মিলে পরামর্শ দিয়েছে যে, দ্বিতীয় ডোজ ৮ সপ্তাহ পর গ্রহণ করলে ভালো হয়। তবে এটা একটা চলমান প্রক্রিয়া। এ ভ্যাকসিন নিয়ে কারও কোনও অভিজ্ঞতা নেই। কাজেই সময়ের সঙ্গে সঙ্গে এ নিয়ে নানান রকমের চেঞ্জ হবে। ফিক্সড কোনও কিছু  বলে দিতে পারবো না।’

এর আগে গত ১১ জানুয়ারি স্বাস্থ্য অধিদফতর জানিয়েছিল, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে ৪ সপ্তাহ অর্থাৎ ২৮ দিন পর। কিন্তু এখন সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হবে ৮ সপ্তাহ পর।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘প্রাথমিক সিদ্ধান্ত ছিল, প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৮ দিন পর। এখন আগের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হবে ৮ সপ্তাহ পর।’

দেখা গেছে, ৭ জানুয়ারি শুরুর দিন থেকে রবিবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত যারা টিকা নিয়েছেন, পরবর্তী ডোজের জন্য তাদের টিকা কার্ডে এক মাস পরের তারিখ দেওয়া হয়েছে। তাদের ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক ডা. খুরশীদ আলম বলেন, ‘তাদের সবাইকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আমাদের এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম)-কে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।’

এদিকে, আগামী ২২ ফেব্রুয়ারি ভারত থেকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালান আসছে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।

প্রসঙ্গত, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। অধিদফতরের তথ্যমতে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত  মোট টিকা নিয়েছেন ৯ লাখ ৬ হাজার ৩৩ জন।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, আয় বেড়েছে ৫৩৩৬ শতাংশ
টিআইবির বিশ্লেষণদ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, আয় বেড়েছে ৫৩৩৬ শতাংশ
বাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
স্মরণে কলিম শরাফীবাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
আবারও শেষ দিনের রোমাঞ্চে ইংলিশ প্রিমিয়ার লিগ
আবারও শেষ দিনের রোমাঞ্চে ইংলিশ প্রিমিয়ার লিগ
ভোটকেন্দ্রে আসতে বাধা দিলে ৯৯৯-এ জানালেই নেওয়া হবে ব্যবস্থা
যশোর জেলা প্রশাসনের সংবাদ সম্মেলনভোটকেন্দ্রে আসতে বাধা দিলে ৯৯৯-এ জানালেই নেওয়া হবে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?