X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট ও ইমেল হ্যাক করে দেশজুড়ে চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৭

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ইমেল ও ওয়েবসাইট হ্যাক করে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে ২০২২ সালের পাঠ্যবইয়ের চাহিদা চাওয়া হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি এনসিটিবির ইমেইলের মাধ্যমে জেলা, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসের কাছে এই তথ্য চাওয়া হয়। একইসঙ্গে ওই চিঠিটি এনসিটিবির ওয়েবসাইটে আপ করে দেওয়া হয়।

এই ঘটনার পর ওয়েবসাইটে আপ করা এবং ইমেলে পাঠানো ওই চিঠি নকল (ফেক) বলে পত্র জারি করে করে এনসিটিবি।  এনসিটিবির সচিব অধ্যাপক ড. মো. নিজামুল করিম স্বাক্ষরিত গত ১১ ফেব্রুয়ারি জারি করা পত্রটি মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে এনসিটিবি’র চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ‘ওয়েবসাইট ও ইমেলে হ্যাক করে এই তথ্য চাওয়া হয়েছে।  ব্যবস্থা নিতে সাইবার ক্রাইমে বিষয়টি জানানো হয়ছে।’

এনসিটিবির সচিব অধ্যাপক ড. মো. নিজামুল করিম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের চাহিদা অনলাইনে www.texbook.gov.bd/brs ঠিকানায় দাখিলের জন্য এনসিটিবির স্মারক নম্বর ব্যবহার করে গত ৩ ফেব্রুয়ারি [email protected] ইমেইল থেকে সব জেলা, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠানো হয়। একইসঙ্গে ওই চিঠি এনসিটিবির ওয়েবসাইটে আপলোড করা হয়।

অনাকাঙিক্ষতভাবে একই তারিখ ও স্মারক ব্যবহার করে কোনও ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে [email protected] ইমেল থেকে জেলা, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসে মেইল পাঠায়। ওই মেইলে ‘২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তুকের চাহিদা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে  ১৫ ফেব্রুয়ারির মধ্যে স্ক্যান করে/পিডিএফ ফরমেটে [email protected] ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো’ বলে উল্লেখ  আছে, যা এনসিটিবি থেকে পাঠানো নয়।

চিঠিতে আরও বলা হয়, ২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তুকের চাহিদা শিক্ষাপ্রতিষ্ঠান জেলা, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসে দাখিল করবেন। ইমেইলে এনসিটিবিতে পাঠানোর প্রয়োজন নেই।  এ বিষয়ে দ্রুত সব জেলা, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসে নকল (ফেক) পত্র পরিহার করাসহ ফেইক চিঠির আলোকে নেওয়া সব কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

 

/এসএমএ/এফএস/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই