X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২১, ১১:৩৫আপডেট : ২২ মার্চ ২০২১, ১১:৫৮

দেশি ও বিদেশি ভিভিআইপি’দের যাতায়াতের কারণে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

সোমবার (২২ মার্চ) বেলা ১১টা থেকে রাত পর্যন্ত মাঝে মাঝেই এই নিয়ন্ত্রণ আরোপ করা হবে। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সোমবার একাধিক ভিভিআইপি মুভমেন্টের কারণে বেলা ১১টা থেকে পরবর্তী বিভিন্ন সময় পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ভিআইপি সড়কে যান চলাচল  নিয়ন্ত্রিত থাকবে। কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকবে।’

জানা গেছে, সোমবার বেলা ১১ টার দিকে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে দু’দিনের সফরে ঢাকায় আসেন নেপালের নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি। তাকে অভ্যর্থনা জানাতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরনে যান। এসময় বঙ্গভবন থেকে বিমানবন্দর পর্যন্ত রুটে যান চলাচল নিয়ন্ত্রণ থাকে।

নেপালের রাষ্ট্রপ্রধান সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এসময় মিরপুর ও সাভার সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

বিকালে জাতীয় প্যারেড স্কয়ারে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে আয়োজিত ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার ষষ্ঠ দিনে ‘বাংলার মাটি আমার মাটি’ অনুষ্ঠানে যোগ দেবেন নেপালের রাষ্ট্রপতি। এসময় নজরুল ইসলাম এভিনিউ সড়ক, বিজয় সারণি সড়কসহ কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তাকে অনুষ্ঠান স্বাগত জানাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা আগেই অনুষ্ঠান স্থলে পৌঁছাবেন। এজন্য আরও কয়েকটি রুটে যান চলাচলে নিয়ন্ত্রণ করবে পুলিশ। এজন্য নগরবাসীকে ট্রাফিক ভোগান্তিতে পড়তে হতে পারে। তাই এসময় বিশেষ প্রয়োজন ছাড়া না বের হওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ।

 

 /এআরআর/এসটি/
সম্পর্কিত
দুই দফা অভিযানেও খোঁজ মেলেনি শিশুটির
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ