X
শুক্রবার, ১৬ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

প্যারেড গ্রাউন্ডে আলো ছড়ালো ‘কনসার্ট ফর বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২১, ২২:৪১আপডেট : ২৪ মার্চ ২০২১, ২২:৪১

নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ অগাস্ট অনুষ্ঠিত হয়েছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ’। ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ শুরু হয়েছিল পণ্ডিত রবিশঙ্করের একটি সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে। বিটলস তারকা জর্জ হ্যারিসন সেদিন চিৎকার করে শেষ গানটি গেয়েছিলেন ‘বাংলাদেশ বাংলাদেশ’ বলে। তার আবেগময় কণ্ঠের ওই গানে বাংলাদেশের নাম রাতারাতি পৌঁছে যায় বিশ্বের কোটি কোটি মানুষের কাছে। বাংলাদেশের স্বাধীনতার পাশপাশি ২০২১ সাল সেই কনসার্টেরও সুবর্ণজয়ন্তীর বছর। বুধবার (২৪ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘মুজিব চিরন্তন’ শীর্ষক মূল প্রতিপাদ্যের ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার অষ্টম দিনে এই শিল্পীদের সম্মানে পরিবেশন করা হয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’।

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বাঁ থেকে: ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা

‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’  কনসার্টের জন্য পণ্ডিত রবিশঙ্কর তৈরি করেছিলেন ‘বাংলাদেশ ধুন’ বলে নতুন একটি সুর। আর তার সঙ্গে সরোদে যুগলবন্দি ছিলেন ওস্তাদ আলী আকবর খান। তবলায় সহযোগিতা করেছিলেন বিখ্যাত আল্লারাখা, তানপুরায় ছিলেন কমলা চক্রবর্তী। সেদিন ম্যাডিসন স্কয়ারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রতিবাদী গানের রাজা বব ডিলান। তিনি গেয়েছিলেন ছয়টি গান— ‘মি. ট্যাম্বুরিনম্যান’ থেকে শুরু করে তার লেখা ও সুরারোপিত ৫০ লাইনের বিখ্যাত গান ‘আ হার্ড রেইন ইজ গোননা ফল’। সেদিন বব ডিলানের সঙ্গে গিটার বাজিয়েছিলেন জর্জ হ্যারিসন, ব্যাস লিওন রাসেল ও ট্যাম্বুরিন রিঙ্গো স্টার। সেই অনুষ্ঠানে বিটলসের অন্যতম সদস্য রিঙ্গো স্টার, লিওন রাসেল, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, ডন প্রেস্টন প্রমুখ গান গেয়েছেন, গিটার বাজিয়েছেন।

বুধবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে অষ্টম দিনের আয়োজনে উপস্থিত ছিলেন— প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। প্রথম পর্বে আলোচনা অনুষ্ঠানে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান— ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এছাড়া আলোচনায় অংশ নেন রাষ্ট্রবিজ্ঞানী ড. রওনক জাহান।    

প্যারেড গ্রাউন্ডে আলো ছড়ালো ‘কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বন্ধুরাষ্ট্র ভুটানের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। নিজেদের সংস্কৃতি ও সংগীতের পাশপাশি তারা বাংলা গানও পরিবেশন করেন। এছাড়া, ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যের ওপর টাইটেল অ্যানিমেশন ভিডিও প্রদর্শন করা হয়। বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার পরিচালনায়  ‘ওই মহামানব আসে’ শীর্ষক রবীন্দ্র সংগীত পরিবেশিত করা হয়।  পাশপাশি পুঁথি পাঠের মাধ্যমে সংগ্রামের ইতিহাস তুলে ধরেন অভিনেতা ফজলুর রহমান বাবু।

‘অজর, অমর, অক্ষয়’ শীর্ষক নজরুল সংগীত, ‘লোকনায়ক’ শীর্ষক লোকসংগীত, স্পন্দন পরিবেশিত ‘মহাকালের গণনায়ক: তোরা সব জয়ধ্বনি কর’, বিশেষ নৃত্যানুষ্ঠানের পাশাপাশি ‘শতবর্ষ পরেও’, কনসার্ট ফর বাংলাদেশ-১৯৭১ এর ১ আগস্টের অনুষ্ঠানের চুম্বক অংশ ও ‘কনসার্ট ফর বাংলাদেশ’ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্যারেড গ্রাউন্ডে আলো ছড়ালো ‘কনসার্ট ফর বাংলাদেশ’ কনসার্ট ফর বাংলাদেশ পরিবেশন করেন দুই প্রজন্মের দেশি শিল্পীরা। এদের মধ্যে ছিলেন— নকীব খান, নাসীম আলী খান, ইমরান রহমান, সাকিব, ফারসিদ এবং মেহরীন। শিল্পীদের সমবেত কণ্ঠে ‘জর্জ হ্যারিসনের সেই বিখ্যাত  ‘বাংলাদেশ বাংলাদেশ’ পরিবেশন করেন তারা। এছাড়া সেই কনসার্টের আরও কয়েকটি গান তারা পরিবেশন করেন।  

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তৃতীয় দিনের মতো যমুনার সামনে জবির আন্দোলনকারীরা
তৃতীয় দিনের মতো যমুনার সামনে জবির আন্দোলনকারীরা
নতুনভাবে সাজানো হচ্ছে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা
বাজেট: অর্থবছর ২০২৫-২৬নতুনভাবে সাজানো হচ্ছে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা
স্পেনে ফুটবল খেলায় আগত দর্শকদের ভিড়ে উঠে গেলো গাড়ি, আহত ১৩
স্পেনে ফুটবল খেলায় আগত দর্শকদের ভিড়ে উঠে গেলো গাড়ি, আহত ১৩
শ্রীনগর বাজারে আগুন, পুড়েছে অর্ধশতাধিক দোকান
শ্রীনগর বাজারে আগুন, পুড়েছে অর্ধশতাধিক দোকান
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত