X
শনিবার, ১১ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

তালিকা চূড়ান্ত হয়নি, তবে ব্যস্ত জামুকা

শফিকুল ইসলাম
২৫ মার্চ ২০২১, ১১:০০আপডেট : ০৯ জুন ২০২২, ১৫:৪৮

সরকার কথা দিয়েছিল ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা হবে। সেটা তৈরিতে ব্যস্ত সময় পার করছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (২৪ মার্চ রাত ১০টা) তালিকা চূড়ান্ত করতে পারেনি জামুকা। দিনরাত কাজ করছেন তারা। আশা করছেন আগামীকাল বৃহস্পতিবার (২৫ মার্চ) সংবাদ সম্মেলন করে এ সংক্রান্ত ‘সুসংবাদ’ দেবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। জামুকা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, আগামী ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা চূড়ান্ত করতে ব্যস্ত সময় পার করছে মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের কর্মকর্তারা। জেলা উপজেলা থেকে যে প্রতিবেদন পাওয়া গেছে তা নিয়েই কাজ করছেন তারা।

জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধাদের নামের খসড়া তালিকা প্রকাশের সিদ্ধান্ত থাকলে তা প্রকাশ করতে পারেনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ১৫ ফেব্রুয়ারি প্রকাশের পর এক মাস অর্থাৎ ১৫ মার্চ পর্যন্ত সময় দিয়ে প্রকাশিত খসড়া তালিকার বিষয়ে কারও আপত্তি বা অভিযোগ দাখিল বা কোনও ভুলের সংশোধনের সুযোগও রাখা হয়েছিল। এসব প্রক্রিয়া সম্পাদনের জন্য নতুন করে দিনক্ষণ ঠিক না করলেও কাজ চালিয়ে যাওয়ার কথা বলা হয়। এ পর্যন্ত সেভাবেই কাজ চলে।  

সূত্র জানিয়েছে, দেশের অধিকাংশ উপজেলা থেকে মুক্তিযোদ্ধাদের নামের খসড়া তালিকা যথাসময়ে পাওয়া যায়নি। এ ছাড়াও সরকারি বিভিন্ন এজেন্সির কাছ থেকে এ সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যাচ্ছিল না। তাই খসড়া তালিকা যথাসময়ে তৈরি করতে পারেনি জামুকা।

জামুকা জানিয়েছে, পৌরসভা নিবাচন, আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রস্তুতি গ্রহণ, করোনাপরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে গিয়ে উপজেলা পর্যায়ে যাচাই কার্যক্রম সম্পন্ন করতে পারেননি নির্বাহী কর্মকর্তারা।

এ প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, ‘আমরা ১৫ ফেব্রুয়ারি খসড়া তালিকা প্রকাশ করতে পারিনি, কারণ উপজেলা পর্যায় থেকে যাচাই করে তৈরি করা নামের খসড়া তালিকা সম্পর্কিত প্রতিবেদন পুরোপুরি হাতে পাইনি।’

মন্ত্রী আবারও জানিয়েছেন, নতুন করে আর কারও নাম তালিকায় ওঠানোর সুযোগ নেই। তবে বিতর্ক বা প্রশ্ন নেই এরকম মুক্তিযোদ্ধাদের তালিকা স্বাধীনতা দিবসেই প্রকাশ হবে। এ ছাড়া এ বছরেই বিজয় দিবসের আগে ‘সংশোধিত পূর্ণাঙ্গ’ তালিকা তৈরির কাজ শেষ করার কথা বলেছেন তিনি।

মন্ত্রী জানিয়েছেন, ‘আর যারা সংক্ষুব্ধ হয়ে আপিল করেছেন, সেটার নিষ্পত্তি হতে একটু সময় লাগবে। ওই নিষ্পত্তিতে যদি কেউ প্রমাণ হন যে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা, পরে তিনিও সংযুক্ত হবেন।’

উল্লেখ্য, এর আগে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জানিয়েছিলেন, আপাতত গেজেটে প্রকাশিত বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকার বিষয়ে অভিযোগ যাচাইয়ের কাজ শেষ করে ১৫ মার্চ পর্যন্ত খসড়া তালিকার বিষয়ে শুনানি হয়েছে। পরে তা সংশোধন করে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে চূড়ান্ত তালিকা প্রকাশ করার কাজ শেষ করা মূল লক্ষ্য ছিল।    

এদিকে জামুকার অনুমোদন ছাড়া মুক্তিযোদ্ধাদের প্রকাশিত বেসামরিক গেজেট যাচাইয়ের কাজ শুরু হয়েছে। কয়েকদফা তারিখ পরিবর্তনের পর ৩০ জানুয়ারি থেকে সারাদেশে সরকারের এ কার্যক্রম শুরু হয়েছে।

/এফএ/
সম্পর্কিত
পাঁচ বছরে ২৩৭৩ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল
‘রাজাকার ও অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানানো’ বন্ধ করার দাবি
আ.লীগ নেত্রী শিরীন বেগমের মুক্তিযোদ্ধা সনদ বাতিল
সর্বশেষ খবর
শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার
শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
নিজ মুখে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে
নিজ মুখে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে
বালবির্নির হাফ সেঞ্চুরিতে পাকিস্তানকে হারালো আয়ারল্যান্ড
বালবির্নির হাফ সেঞ্চুরিতে পাকিস্তানকে হারালো আয়ারল্যান্ড
সর্বাধিক পঠিত
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র