X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আমিনবাজারে আট লেন সেতুর নির্মাণকাজ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২১, ১৩:০০আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৩:০৬

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে আট লেন বিশিষ্ট নতুন সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার (৮ এপ্রিল) এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি তিনি এ উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন।

মন্ত্রী বলেন, ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার, সালেহপুর ও নয়ারহাটে তিনটি সেতু নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় আমিনবাজার সেতুটিও এ প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে। আটলেন সেতু ছাড়াও সেতুর দুই প্রান্তে প্রায় দেড় কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে।

তিনি জানান, সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে ২৩৩ মিটার দীর্ঘ দ্বিতীয় আমিনবাজার সেতু।

শর্ত ভঙ্গ হলে কঠোর হবো

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে শেখ হাসিনা সরকার ঢাকাসহ অন্যান্য সিটি করপোরেশন এলাকাধীন সড়কে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে। মহানগরে বেশিরভাগ পরিবহন নিষেধাজ্ঞা মানলেও অনেক পরিবহন বিধিনিষেধ মানছে না। আবার কেউ কেউ নির্দিষ্ট এলাকা এবং নির্দিষ্ট সময়ের বাইরে পরিবহন চালাচ্ছে। এমতাবস্থায় সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। আপনারা শর্ত মেনে গাড়ি চালাবেন বলে কথা দিয়েছিলেন। শর্ত উপেক্ষা করলে সরকার আবারও কঠোর হতে বাধ্য হবে।’ 

রমজানের আগেই রাস্তা মেরামত 

তিনি বলেন, ‘আমাদের দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনও বাস চলছে না। শুধু পণ্য পরিবহন ও জরুরি সেবার পরিবহন চলছে। যেহেতু রাস্তায় এখন যান চলাচল নেই, তাই সুযোগ এসেছে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করার। আমি মনে করি ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো রমজানের আগেই মেরামত করা সম্ভব। প্রকৌশলীরা এ বিষয়ে গুরুত্ব দেবে বলে আমি মনে করি। ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো বর্ষা আসার আগেই সচল করে রাখতে হবে। যেসব সড়কের কাজের গতি ধীর রয়েছে তা বাড়াতে হবে।’

তিনি আবারও সবাইকে শতভাগ মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

 

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ