X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

দল বিবেচনায় নয়, ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হচ্ছে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২১, ১৪:৪৯আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৫:৫৩

হেফাজতের তাণ্ডবের ঘটনায় কোনও দল বা আলেম-ওলামা বিবেচনায় কাউকে গ্রেফতার করা হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যারা এ তাণ্ডবলীলার সঙ্গে সরাসরি জড়িত, ভিডিও দেখে তাদের গ্রেফতার করা হচ্ছে।’ মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে রাজশাহী সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তার সরকারি বাসভবন থেকে তিনি এ সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

ওবায়দুল কাদের অভিযোগ তুলে বলেন, ‘বিএনপি মহাসচিবের গত কয়েক দিনের কথাবার্তা শুনলে মনে হয়, হেফাজতে ইসলামের সাম্প্রতিক তাণ্ডবলীলার তারা শুধু পৃষ্ঠপোষকই নন, বরং সহিংস ঘটনায় তারা জড়িত ছিলেন।’

সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেফতার প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘ওই হামলার ঘটনায় যারা সরাসরি জড়িত ছিল, ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হচ্ছে। এখানে কোনও আলেম-ওলামার বিষয় নয়। বিএনপি নামক কোনও দল নয়। কোনও দল দেখে, আলেম-ওলামা দেখে কাউকে গ্রেফতার করা হয়নি। যারা এই তাণ্ডবলীলার সঙ্গে সরাসরি জড়িত, সরকারি-বেসরকারি সম্পত্তি এবং বাড়িঘরে যারা হামলা চালিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে সন্ত্রাস করেছে, তাদের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হচ্ছে।’

বিএনপি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে অভিযোগ তুলে তিনি বলেন, ‘হেফাজতের ইস্যুতে মির্জা ফখরুল নিজেদের আড়াল করার জন্য শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে যাচ্ছেন। তাদের কথাবার্তায় মনে হয়, “ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না।” হেফাজতের ওই তাণ্ডবে আপনারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত এটা সবাই জানে।’

বিএনপি নেতারা বলছেন, সরকার নাকি গণবিচ্ছিন্ন। এ বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘গত ১৩ বছর যাবৎ ধারাবাহিক ব্যর্থতার গ্লানিবোধ থেকে বিএনপি এসব কথা বলে আমাদের মনে হয়। তারা নির্বাচনে এবং আন্দোলনে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত।’

বিএনপি এক যুগের বেশি সময় ধরেই আন্দোলনের হাঁকডাক দিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘শুধু আন্দোলনেই নয়, জাতীয় ও স্থানীয় নির্বাচন এবং উপনির্বাচনে তাদের নির্লজ্জ ভরাডুবিই প্রমাণ করে সরকার নয়, বিএনপিই জনবিচ্ছিন্ন। জনগণ দ্বারা প্রত্যাখ্যাত।’

সরকার এবং আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক নেই– বিএনপির এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘করোনার এ সময়ে রাজনৈতিক বিরূপ মন্তব্য করতে চাই না। পারস্পরিক দোষারোপ করা কারোরই সমীচীন নয়। কিন্তু নিত্যদিন বিএনপির মিথ্যাচার ও অন্ধ সমালোচনার জবাব তো সরকার পক্ষকে দিতে হবে। আওয়ামী লীগকে দিতে হবে। জন্মলগ্ন থেকে যে দল অগণতান্ত্রিক পথরেখা ধরে হেঁটেছে, তারা আজ গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে। ছবক দিচ্ছে দেশ ও জাতিকে।’

বিএনপির গণতন্ত্র হচ্ছে ভোটের বাক্সবিহীন হ্যাঁ-না ভোট আর রাতের বেলায় কারফিউ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির গণতন্ত্র মানে ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন, মাগুরা, ঢাকা -১০ আসনের উপনির্বাচন আর এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটারের প্রস্তুতি।’

বিএনপির গণতন্ত্র ছিল আধা সের পানি, এক মুষ্টি গুড় আর এক চিমটি লবণের ওরস্যালাইনের মতো উল্লেখ করে কাদের বলেন, ‘নিজ দলে নেই গণতন্ত্র, নেই কাউন্সিল, নেই গঠনতন্ত্র অনুসরণের চর্চা। কিন্তু আজ তারা গণতন্ত্রের বুলি আওড়াচ্ছেন।’

গণতন্ত্রে বন্ধুর পথ ধরে হাঁটছেন শেখ হাসিনা, বাধাবিপত্তি অতিক্রম করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানে অত্যন্ত আন্তরিক বর্তমান সরকার জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কিন্তু বিএনপি এ পথে বড় বাধা। তাদের অসহযোগিতা এবং বাধার কারণেই গণতন্ত্রের মসৃণ যাত্রা বারবার হোঁচট খেয়েছে।’

 

/ইএইচএস/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বাড়ি ঘেরাও করে সাবেক মেয়রকে আটক করে পুলিশে দিলেন স্থানীয়রা
সাবেক এমপি জাফর আলম আরও ৭ দিনের রিমান্ডে
জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা
সর্বশেষ খবর
প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর
প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর
ধানমন্ডিতে  ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত
ধানমন্ডিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত
চোরের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
চোরের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
বর্ষায় ঘুরতে যাওয়ার আগে এই ১০ জিনিস সঙ্গে রাখতে ভুলবেন না
বর্ষায় ঘুরতে যাওয়ার আগে এই ১০ জিনিস সঙ্গে রাখতে ভুলবেন না
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল