X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি যাবে কাল: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২১, ১৬:৪৩আপডেট : ০৮ মে ২০২১, ১৬:৪৩

সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে কারামুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ গমনের ক্ষেত্রে শর্ত শিথিলের সুযোগ আছে কিনা তা নিয়ে মতামত প্রদান শেষে আগামীকাল রবিবার (৯ মে) এ সংক্রান্ত নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

শনিবার (৮ মে) আইনমন্ত্রী আনিসুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রী বলেন, আজ যেহেতু ছুটির দিন। কর্মকর্তা-কর্মচারীরা নেই। তাই আজ আমাদের মন্ত্রণালয় থেকে নথি পাঠানো সম্ভব হয়নি। আমার আইনি মতামতসহ রবিবার সকালে কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে। তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে।

আবেদনের প্রেক্ষিতে আইন মন্ত্রণালয় থেকে কী মতামত দেওয়া হয়েছে- জানতে চাইলে আনিসুল হক বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাল নথি যাবে। কী মতামত দিয়েছি সেটা তারাই হয়ত জানাবেন।

এর আগে গত ৬ মে রাজধানীর গুলশানস্থ আবাসিক অফিসে আইনমন্ত্রী জানিয়েছিলেন, সরকার ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারা অনুসারে খালেদা জিয়ার সাজা এবং দণ্ডাদেশ প্রথমে ছয়মাসের জন্য স্থগিত করেছিলো। দুইবার সে স্থগিতাদেশ বর্ধিত করা হয়। আইনে বলা আছে, সাজা স্থগিতের বিষয়টি শর্তসাপেক্ষে হতে পারে আবার নাও পারে। কিন্তু তার (খালেদা জিয়া) ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত দেওয়া ছিলো এবং সেসব শর্ত মেনেই স্থগিতাদেশ তারা গ্রহণ করেছিলো। শর্ত ছিলো- তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং দেশের ভেতরে থেকেই চিকিৎসা নেবেন। এই দুটি শর্ত এখনো আছে। সেক্ষেত্রে ৪০১(১) ধারায় কার্য সম্পাদন হয়েছে। সরকারের নির্দেশেই এটা হয়েছে, এখানে আদালতের কিছু করার নেই।

বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার জন্য খালেদা জিয়ার পক্ষ থেকে করা আবেদনের প্রেক্ষিতে শর্ত শিথিলের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেছিলেন, আমাদের দেখতে হবে ৪০১(১) ধারায় শর্ত শিথিল করার সুযোগ আছে কিনা। তারপর এ বিষয়ে আমরা আমাদের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবো।

 

/বিআই/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস