X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘ট্রাম্পের ভুল সিদ্ধান্তের কারণে প্যালেস্টাইনের সংকট ঘনীভূত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২১, ২১:০৫আপডেট : ১৭ মে ২০২১, ২১:৪৫

প্যালেস্টাইনে চলমান সংকট ঘনীভূত হয়েছে আগের মার্কিন প্রশাসনের কিছু ভুল সিদ্ধান্তের কারণে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সোমবার (১৭ মে) মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

শাহরিয়ার আলম বলেন, ‘তিনি (আর্ল মিলার) বলেছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করবে এই সংকট কাটিয়ে ওঠার জন্য। কিন্তু আমি তাকে বিনীতভাবে মনে করিয়ে দিয়েছি যে এর আগের মার্কিন প্রশাসনের কিছু সিদ্ধান্ত এই সমস্যাকে আরও ঘনীভূত করেছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘জেরুজালেমে ইসরায়েলের রাজধানী পরিবর্তন করা এবং সেখানে মার্কিন দূতাবাস স্থাপনের সিদ্ধান্তকে ওআইসির সদস্য রাষ্ট্র হিসেবে নিন্দা জানিয়েছিল বাংলাদেশ। এ বিষয়গুলোর বিরোধিতা আমরা বলিষ্ঠভাবে করেছি দুই বছর আগে। এই বিষয়গুলো আবারও পুরনো জায়গায় ফেরত নিয়ে যাওয়া খুবই কঠিন। কিন্তু এগুলো যে সংকটকে ঘনীভূত করেছে সেটি আমি তাকে বলেছি।’

এই ভুল সিদ্ধান্তগুলো হয়তো এখন ঠিক করা যাবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘কিন্তু বর্তমানে যে মার্কিন প্রশাসন আছে, তাদের ত্বরিত সিদ্ধান্ত এই সংকট মোকাবিলায় সহায়তা করতে পারে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘রাষ্ট্রদূত মিলার প্যালেস্টাইন বিষয়ে জানিয়েছেন যে সেখানকার পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আমি বলেছি, জাতিসংঘ এবং অন্যান্য রাষ্ট্র চেষ্টা করছে, করে যাবে কিন্তু আমরা মনে করি, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভূমিকা রাখার সুযোগ আছে।’

আমরা সব সময় বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে জানিয়ে শাহরিয়ার আলম বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত বলেছেন—বাংলাদেশ সরকারের তো বটেই, সাধারণ মানুষের সেন্টিমেন্টও তারা জানেন, বোঝেন এবং তা আমলে নিয়ে তার সরকারকে জানাচ্ছেন।’

 

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি