X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর নাম সোভিয়েতে সমাদৃত

উদিসা ইসলাম
৩১ মে ২০২১, ০৮:০০আপডেট : ৩১ মে ২০২১, ০৮:০০

১৯৭৩ সালের এইদিন রাতে দেশে খাদ্যদ্রব্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কমিটি দুই দিনব্যাপী বৈঠক শেষে এ আহ্বান জানায়।

আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রায় ১৮ ঘণ্টাব্যাপী বৈঠকের পর কমিটি সর্বসম্মতিক্রমে জাতীয় ও আন্তর্জাতিক প্রশ্নের প্রস্তাব গ্রহণ করেন। দলের সাংগঠনিক কমিটির ৪২ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের সকলেই বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে গৃহীত রাজনৈতিক ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের ইঙ্গিতে বিশেষ মহল বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। রাষ্ট্রবিরোধী সাম্প্রদায়িক শক্তিসমূহকে বাংলাদেশ থেকে উৎখাত করার ব্যাপারে আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

আটকদের ফিরিয়ে আনা হোক

আওয়ামী লীগের সাংগঠনিক কমিটি দুই দিনের এই বৈঠকে গৃহীত প্রস্তাবে পাকিস্তানে আটক তিন লক্ষ বাঙালিকে মুক্তি দানের ব্যাপারে সরকারের প্রতি চাপ সৃষ্টির জন্য বিশ্ব বিবেকের কাছে আবেদন জানানো হয়। এক প্রস্তাবে উপমহাদেশে মানবিক সমস্যা সমাধানের ক্ষেত্রে বাংলাদেশ-ভারত যৌথ ঘোষণা ও ঢাকায় অনুষ্ঠিত এশীয় শান্তি সম্মেলনকে অভিনন্দিত করে কমিটি।

একদল সশস্ত্র দুষ্কৃতিকারী সুপরিকল্পিতভাবে হত্যা, লুট প্রভৃতির মাধ্যমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে দেশে বিশৃঙ্খলা ও সংকট সৃষ্টি করছে বলে কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করে। এদের চিরতরে নির্মূল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বঙ্গবন্ধুর নাম সোভিয়েতে সমাদৃত

এইদিন বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী বলেন, সোভিয়েত ইউনিয়নের ছাত্র-যুব মেহনতী মানুষের কাছে বঙ্গবন্ধুর নাম একটি সমাদৃত নাম হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশ সেদেশে সম্মানজনক আসন পেয়েছে। তিনি বলেন, সোভিয়েত তাদের জাতীয় সমস্যার সমাধান করেছে কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে। আমাদের দেশের পুনর্গঠনের ক্ষেত্রে এটা অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।

বিপিআই-এর খবরে প্রকাশ, ছয় সদস্য বিশিষ্ট ছাত্র-যুবক প্রতিনিধিদল সোভিয়েত ইউনিয়নে ১২ দিনের সফর শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজিত এক সংবর্ধনা সভায় সিদ্দিকী বক্তৃতা করছিলেন। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি প্রতিনিধি দলের সম্মানে এই সংবর্ধনা সভার আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুজাহিদুল ইসলাম সেলিম।

বঙ্গবন্ধুর নাম সোভিয়েতে সমাদৃত নুরেমবার্গ আদালতের ধরনে পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচারে

টোকিও ও নুরেমবার্গ বিচার প্রক্রিয়ায় যে মূলনীতি অনুসরণ করা হয়েছিল সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য একটি বিল জাতীয় সংসদের বাজেট অধিবেশন পেশ করা হবে। আইন দফতরের একজন মুখপাত্র এইদিন এনার প্রতিনিধিকে বলেন, বিলটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আসন্ন বাজেট অধিবেশনে বিলটি পাস করা হবে বলে আশা করা যাচ্ছে। মুখপাত্র বলেন, পাকিস্তানের যুদ্ধাপরাধের বিচারের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়ে একটি ট্রাইবুনাল গঠন করার বিধান রাখা হবে।

বঙ্গবন্ধুর নাম সোভিয়েতে সমাদৃত এবার বেলুচিস্তানে গণহত্যা

পাকিস্তানের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সরকার বেলুচিস্তানে গণহত্যা ও ধ্বংস অভিযান চালাচ্ছে বলে খবর প্রকাশিত হয়। টিক্কা খানের সেনারা দুই উপজাতির বিদ্রোহ দমনের নামে গণহারে সেখানকার অবহেলিত শিশুদের হত্যা করে চলেছে। বেলুচদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এই অঞ্চলের নেতারা বলেছেন আমরা সরকারের সঙ্গে সংঘর্ষ এড়াতে চাই। কিন্তু আমরা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছি তাকে গণহত্যা ছাড়া আর কোনও নামে অভিহিত করা যায় না। আমরা বেঁচে থাকার মরণপণ সংগ্রামে লিপ্ত। লন্ডন থেকে এনা পরিবেশিত খবরে বলা হয় বেলুচিস্তান থেকে প্রতিদিন অগণিত মানুষকে হত্যার খবর লন্ডনে পৌঁছাচ্ছে।

/এফএ/
সম্পর্কিত
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু গোল্ডকাপ গিনেস বুকে ওঠানোর উদ্যোগ
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ