X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ডা. সাবিরা হত্যাকাণ্ড: জিজ্ঞাসাবাদে আটক সবাইকে ছেড়ে দেয়া হয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ১৯:৫৭আপডেট : ০৩ জুন ২০২১, ২০:২৮

রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক সাবিরা রহমান লিপি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে এখন পর্যন্ত কোনও ক্লু পায়নি পুলিশ। এ ঘটনায় ডা. সাবিরা রহমানের পরিবারের সদস্য ছাড়াও প্রায় ২০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নিউ মার্কেট জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক মোহাম্মদ শরিফুজ্জামান।

তিনি বলেন, সব বিষয় মাথায় রেখেই আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। এমন কোনও কিছু বলা উচিত হবে না যেখানে তদন্ত বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। যাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল তাদের কাছ থেকে কোনও তথ্য পাওয়া গেছে কিনা প্রশ্নের জবাবে শরিফুজ্জামান বলেন, আমরা বিভিন্ন বিষয় সামনে রেখে তদন্ত করছি। তদন্তের প্রয়োজনে তাদের ছাড়াও যে কাউকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে রহস্য উদঘাটনে আমরা এখনও সিদ্ধান্তে উপনীত হতে পারিনি।

ডা. সাবিরা হত্যাকাণ্ডের বিষয়ে কলাবাগান থানায় এরইমধ্যে তার মামাতো ভাই রেজাউল হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তিনি এজাহারে উল্লেখ করেন, আমার বোনের মরদেহ দেখে এবং ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারি, গত ৩০ মে রাত আনুমানিক ১০টা থেকে পরদিন ৩১ মে সকাল ১০টার মধ্যে অজ্ঞাতনামা আসামিরা আমার বোন ডা. সাবিরা রহমান লিপিকে ছুরিকাঘাত ও তীক্ষ্ণ অস্ত্রের দ্বারা গলা কেটে হত্যা করে। হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত এবং আলামত নষ্ট করতে তার শরীর ও বিছানায় আগুন ধরিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেয় অজ্ঞাত আসামিরা।

এর আগে সোমবার (৩১ মে) সকালে কলাবাগান ফার্স্ট লেনের একটি বাসা থেকে চিকিৎসক সাবিরার রক্তাক্ত ও দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও সিআইডি কর্মকর্তারা বলেন, ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে ডাক্তার সাবিরা রহমান লিপিকে। হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করতে আগুন লাগিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে একটি নাটক সাজানো হয় বলেও জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরটি/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বিয়ের ১০ মাস পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
সর্বশেষ খবর
১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই কৃষি পুরস্কার
১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই কৃষি পুরস্কার
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
বিয়ের ১০ মাস পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
বিয়ের ১০ মাস পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
সিলেটে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে নিগার-মারুফাদের একবেলা
সিলেটে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে নিগার-মারুফাদের একবেলা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ